তরিকুল ইসলাম, উপজেলা প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কর্তৃক ১ সেপ্টেম্বর, শুক্রবার সন্ধ্যায় মাদক নিয়ন্ত্রণে ভ্রম্যমান আদালত পরিচালিত হয়। ওই মোবাইল কোর্ট উপজেলার তুষখালী গুচ্ছগ্রাম এলাকায় অভিযান চালায়, এ সময় গাঁজা সেবনরত অবস্থায় ওই এলাকার বাসিন্দা মৃত সুলতান হাওলাদারের পুত্র নাসির হাওলাদার (৪৫), মৃত চানমিয়ার পুত্র সেলিম বৈদ্ধ (৪৫) ও রুস্তম আলীর পুত্র রুম্মান খাঁন (৩০)কে হাতেনাতে আটক পূর্বক প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় । এসব মাদকসেবীরা প্রত্যেকেই সরকারি আশ্রয়ন প্রকল্পের ঘরে বসবাস করত এবং তারা ওই এলাকায় নানার সময় মাদক সেবন, ক্রয় ও বিক্রয়ের সাথে জড়িত ছিল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাইউম বলেন; তুষখালী গুচ্ছগ্রামে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ৩ মাদক সেবীকে হাতেনাতে আটক পূর্বক ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে । আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদক সহ সকল অনিয়ম ও আইন বিরোধী কার্যক্রমের বিরুদ্ধে প্রচলিত আইনে পরিচালিত মোবাইল কোর্ট আগামীতেও চলমান থাকবে। তুষখালীতে মোবাইল কোর্ট পরিচালনায় মঠবাড়িয়া থানা পুলিশ ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেছে বলেও জানান তিনি।