তরিকুল ইসলাম, মঠবাড়িয়া ( পিরোজপুর) প্রতিনিধি: মঠবাড়িয়া থানর এসআই, কামরুল ইসলাম এর নেতৃত্বে এসআই/ সিদ্দিক হোসেন, এসআই/নূর আমিন, এসআই/রায়হান আহম্মেদ সোহেল, এএসআই/ হুমায়ুন কবির সুমন গন সঙ্গীয় ফোর্স সহ অবৈধ মাদক উদ্ধার ও গ্রেফতারী পরোয়ানা তামিলের বিশেষ অভিযান চালিয়ে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে মঠবাড়িয়া ধানীসাফা ০২ নং ওয়াডৃস্থ আসামী রুবেল মল্লিক এর বসত ঘর হতে মাদক ব্যবসায়ী মোসা: ফাতিমা আক্তার (৩২), স্বামী- রুবেল মল্লিক, ২। মো: নাজমুল শিকদার (৩৪), পিতা- মো: নাছির শিকদার, উভয় সাং- ধানীসাফা ০২ নং ওয়ার্ড, ৮০০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা ট্যাবলেট বিক্রির নগদ ১৬০০০/- টাকা সহ গ্রেফতার করা হয়। মামলা দায়েরর প্রস্তুতি চলছে । মঙ্গলবার আসামীদের আদালতে সোপর্দ করা হবে ।