তরিকুল ইসলাম, মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি: নিয়োগ বাণিজ্য জ্বাল স্বাক্ষর ও বিভিন্ন অনিয়মে মঠবাড়িয়া উপজেলার ৪ নং দাউদখালী ইউনিয়নের মধ্য দেবত্র এন ইসলাম দাখিল মাদ্রাসার (ভারপ্রাপ্ত) সুপার মো: এনামুল হক (৫২) ও ঐ মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য মো: ইমাদুল হক কে মঠবাড়িয়া বিজ্ঞ সিনিয়র জুটিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ৯ জুলাই-২০২৩ রবিবার কারাগারে প্রেরণ করেন।
২০২০ সালে ঐ মাদ্রাসার (ভারপ্রাপ্ত) সুপার মাদ্রাসার নতুন সৃষ্ট পদে শিক্ষক/লাইব্রেরীয়ান/আয়া / নিরাপত্তা প্রহরী নিয়োগের জন্য কমিটির অন্যান্য সদস্যদের সাথে কোন প্রকার আলাপ আলোচনা না করিয়া আসামীগন গত ইং ১৮/০৭/২০২০, ০১/১২/২০, ১৯/১২/২০, ২০/১২/২০, ২৮/১২/২০, এবং ০৩/০১/২০২১ তারিখ লাইব্রেয়ান/আয়া ও নিরাপত্তা প্রহরী পদে
লোক নিয়োগের জন্য মিটিং করিয়া ঐ সকল মিটিং নিজেদের পছন্দ মত প্রার্থীকে নিয়োগ দানের সকল ব্যবস্থা সম্পন্ন করার লক্ষ্যে পকেট বাছাই কমিটি নিয়োগ করার এবং চূড়ান্ত নিয়োগ প্রদানের লক্ষ্যে রেজুলেশণ করিয়া ঐ রেজুলেশণে অন্য সদস্যর জ্বাল স্বাক্ষর করিয়া সিদ্ধান্তের পক্ষে সংখ্যা গরিষ্ঠ সদস্যদের উপস্থিত দেখাইয়া প্রার্থীদের নিকট হইতে বহু অর্থ গ্রহন করিয়া তাদের নিয়োগ প্রদান করিয়াছে। চাকুরী প্রার্থীদের চাকুরী দিয়া আসামীগন নিজেরা ২৫,০০,০০০/- (পচিশ লক্ষ) টাকা দুর্নীতির মাধ্যমে আত্মসাৎ করিয়াছে।