নিউজিল্যান্ড-পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ঘটলো অবাক কাণ্ড। ম্যাচ শুরুর প্রথম ওভার পর হঠাৎ একটা বিষয়ে সন্দেহ তৈরি হয় আম্পায়ার আলিম দারের। পাকিস্তানের ঘরের মাঠ রাওয়ালপিন্ডিতে শনিবার (২৯ এপ্রিল) শুরু হয়েছে সিরিজের দ্বিতীয় ওয়ানডে।
ম্যাচের প্রথম ওভার শেষে আম্পায়ার বুঝতে পারেন ৩০ গজ সার্কেলের মাপ ঠিক নেই। তখনই আলিম দার অন্যদের সহযোগিতা নিয়ে সেই মাপ ঠিক করেন। দ্বিতীয় ওয়ানডে উইকেট বদল করা হলেও ত্রিশ গজের যে মাপ সেটিতে ভুলবশত আর পরিবর্তন আনা হয়নি।
বিষয়টি ঠিক করার কারণে খেলা বন্ধ ছিল ৬ মিনিটের মতো। এ ঘটনায় ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে সমালোচনা।উল্লেখ্য যে, ঘরের মাঠে ৫ ম্যাচ ওয়ানডে সিরিজে ১-০তে এগিয়ে আছে স্বাগতিকরা। এর আগে, ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-২ সমতায় নিষ্পত্তি হয়।