






রোববার (২৬ ফেব্রুয়ারি) টটেনহ্যামের বিপক্ষে ২-০ গোলে হেরেছে চেলসি। একই দিনে গ্রাহাম পটারের দলের জন্য বড় দুঃসংবাদ হয়ে এসেছিল অধিনায়ক থিয়াগো সিলভার ইনজুরি।
গোড়ালিতে আঘাত পেয়ে সেদিন ম্যাচের প্রথমার্ধেই







মাঠ ছাড়তে হয়েছিল ৩৮ বছর বয়সী সেন্টারব্যাককে। তখনও চোটের ভয়াবহতা বোঝা না গেলেও এটুকু বোঝা যাচ্ছিল যে, সহসাই মাঠে ফেরা হচ্ছে না ব্রাজিলিয়ান তারকার ইভিনিং স্ট্যান্ডার্ড জানিয়েছে, কমপক্ষে ৬ সপ্তাহের জন্য মাঠের বাইরে







থাকতে হবে চেলসি তারকাকে। সিলভার গোড়ালির স্ক্যান করে দেখা গেছে তার মেডিয়াল ক্রুসিয়েট লিগামেন্ট আঘাতপ্রাপ্ত হয়েছে।মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকালে চেলসি এক বিবৃতিতে জানায়, রোববার টটেনহ্যামের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে







গোড়ালিতে চোট পাওয়া থিয়াগো সিলভার গোড়ালি আরও পরীক্ষানিরীক্ষা ও স্ক্যান করে তাকে ট্রেইনিং সেন্টারে ফেরত পাঠানো হয়েছে। স্ক্যানের ফলাফল ও অন্যান্য পর্যবেক্ষণে তার গোড়ালির লিগামেন্টের ক্ষতির বিষয়ে নিশ্চিত হওয়া গেছে এবং এখন সে







ক্লাবের মেডিকেল টিমের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। পুনর্বাসন প্রক্রিয়া শেষে দ্রুততম সময়ে তিনি দলের সঙ্গে যোগ দেবেন।’ সিলভার ইনজুরি গ্রাহাম পটারের জন্য বড় ধাক্কা হয়ে এসেছে।শনিবার (৪ মার্চ) লিগের ম্যাচে লিডসের







মুখোমুখি হবে চেলসি। এর তিনদিন পরই স্ট্যামফোর্ড ব্রিজে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচে মোকাবেলা করতে হবে বরুশিয়া ডর্টমুন্ডকে। সিগন্যাল ইদুনা পার্কে প্রথম লেগে ১-০ গোলে জয় পেয়েছে স্বাগতিক ডর্টমুন্ড।