






টসে জিতে এবার ব্যাটিংয়ের সিদ্ধান্ত য়ে বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। বাংলাদেশ দলে একটিই পরিবর্তন—তাসকিন আহমেদের জায়গায় এসেছেন ইবাদত হোসেন।লিটনকে নিয়ে ওপেন করতে নামেন অধিনায়ক তামিম ইকবাল।







বল করতে আসেন স্যাম কারেন। ০.৩ ওভারে ৩ বল খেলে স্যাম কারেনের বলে ডাক মেরে সাজ ঘরে ফেরেন লিটন। আগের ম্যাচে আউট হয়েছিলেন প্রথম বলেই। বাংলাদেশ ১ রানে ১ উইকেট হাড়ায়। নতুন ব্যাটে নামেন নাজমুল হোসেন শান্ত।







২.৬ ওভারে ৬ বল খেলে স্যাম কারেনের বলে ১১ রান করে সাজ ঘরে ফেরেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। বাংলাদেশ ১৪ রানে ২য় উইকেট হাড়ায়। নতুন ব্যাটে নামেন মুশফিকুর রহিম।১৭ রানে ২ উইকেট পড়ে যাওয়ার পর আবার







ইনিংস পুনর্গঠনের ভারে পিষ্ট বাংলাদেশ। এবার দায়িত্বটা পড়ে মুশফিকুর রহিম ও নাজমুল হোসেনের হাতে। ৭ ওভার ব্যাটিং করে দুজন তুলে ১৭ রান।২৩.২ ওভারে মঈন আলির বলে সিঙ্গেল নিয়ে ৬৯ বলে নিজের ব্যক্তিগত অর্ধশত পূর্ণকরেন







নাজমুল হোসেনে শান্ত। অর্ধশত করেই মুশফিকুর রহিমের সাথে ভুল বুঝাবুঝিতে ২৩.৩ ওভারে ৫৩ রান করে সাজ ঘরে ফেরেন নাজমুল হোসেনে শান্ত।বাংলাদেশ ১১৫ রানে ৩য় উইকেট হাড়ায়। নতুন ব্যাটে নামেন সাকিব।২৪.৫ ওভারে রেহান আহমেদের বলে সিঙ্গে নিয়ে ব্যক্তিগত অর্ধশত পূর্ণকরেন মুশফিকুর রহিম।
এই রিপোর্ট লিখার সময় সর্বশেষ স্কোর
বাংলাদেশ:১১৯-৩(২৬)
সাকিব আল হাসান:২
মুশফিকুর রহিম:৫১