






ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অর্থাৎ আইপিএল ২০২৩ মরসুম ৩১ শে মার্চ থেকে শুরু হতে চলেছে। আইপিএলের ইতিহাসে সব থেকে বড় দল মুম্বাই ও সিএসকে এতে কোন সন্দেহ নেই। কিন্তু যদি এর পরেই কোন শক্তিশালি দলের কথা বলা হয়







তাহলে আসবে কেকেআর।কিন্ত গত মরসুমে বাজে পারফরম্যান্সের সাথে সাথে তারা নানা বিতর্কের জন্মও দিয়েছিল। সকল ব্যর্থতা মাটি চাপা দিয়ে নতুন করে দীর্ঘ ৮ বছরের খড়া কাটিয়ে কাপ পুনরুদ্ধার করতে কেকেআর দল আবারও







আসন্ন মৌসুমের জন্য কঠোর প্রস্তুতি নিচ্ছে। ২০২৩ আইপিএলের আগে ২ বার কাপ জিতেছে নাইটরা।২০১২ এবং ২০১৪ সাথে দারুন পারফরম্যান্স দিয়ে শিরোপা জিতে নেয় শাহরুখ খানের দলটি।২০২৩ আইপিএলের জন্য মিনি নিলামে







বেশকিছু ক্রিকেটারকে যোগ করেছে কেকেআর।আর এই ক্রিকেটারদের দিয়েই কেকেআরের এবারের লক্ষ হলো ট্রফি জেতা।দেখে নেওয়া য়াক যে একাদশ ঘোষণা করলো কেকেআর ১. লিটন দাস: আসন্ন আইপিএলে নাইটদের হয়ে







ওপেনার হিসেবে দেখা যাবে বাংলাদেশের তারকা লিটন দাসকে।মূলত উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে কেকেআরের সম্ভাব্য একাদশে স্থান করে নিয়েছে লিটন দাস। ২০২২ -এর ডিসেম্বরের মিনি নিলামে মাত্র ৫০ লক্ষ টাকায়







দলে ফেরায় কেকেআর।২. ভেঙ্কটেশ আইয়ার: লিটন দাসের সাথে ওপেনার হিসেবে থাকবেন ভেঙ্কটেশ আইয়ার। কেকেআরের নির্ভরযোগ ম্যাচ উইনিং একজন তরুন ক্রিকেটার তিনি। ২০২১-এ অনুষ্ঠিত হওয়া আইপিএলের মাধ্যমে







কেকেআরে অভিষেক হয় ভেঙ্কটেশ আইয়ারের। তিনি এখন পর্যন্ত কেকেআরের হয়ে ২২ ম্যাচ খেলে ২৭.৬০ গড়ে করেছেন ৫৫২ রান।বল হাতে তিনি উইকেও এনে দেওয়ার ক্ষমতা রাখেন।
৩. নিতিশ রানা: কেকেআরের আর এক ভরসার
নাম নিতিশ রানা।বা হাতি এই মারকুটে ব্যাটসম্যান যে কোন সময় চার ছক্কার বৃষ্টিতে ম্যাচের রং বদলে দিতে পারেন। ২০১৮ সাথে কেকেআরে যোগ দেন নিতিশ রানা। ১৪৬ এর বেশি স্টাইক রেট এবং ৩৭.৪০ গড়ের জন্য নিতিশ রানাকে ধরে
রাখে কেকেআর।৪. শ্রেয়াস আয়ার: শ্রেয়াস সন্তোষ আইয়ার কেরালার এই ভারতীয় ক্রিকেটার যিনি বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক। একজন ডানহাতি টপ অর্ডার ব্যাটসম্যান। ২০২১ আইপিএলে
কার্তিক ও মরগান অধিনায় হিসেবে ব্যার্থ হলে ২০২২ আইপিএলে এই দায়িত্ব পান শ্রেয়াস আয়ার। কিন্তু ২০২২ আিইপিএলে শ্রেয়াস আয়ার কেকেআরকে ভালো কিছু এনে দিতে পারেননি ।এখন দেখতে হবে ২০২৩ আইপিএলে কি করেন
কেকেআর অধিনায়ক।৫. আন্দ্রে রাসেল: আন্দ্রে ডোয়াইন রাসেল একজন জ্যামাইকান ক্রিকেটার।২০১৪ সালের নিলামে কলকাতা নাইট রাইডার্স দল তাকে কেনে এবং এখনো এই দলের হয়ে আইপিএল খেলছেন তিনি। কেকেআরের সব
থেকে ভরসাপূর্ণ তারকা আন্দ্রে রাসেল। ডান হাতি এই এই মারকুটে অলরাউন্ডার ব্যাট হাতে যে কোন সময় চার ছক্কার বৃষ্টিতে এবং বল হাতে উইকেট তুলেনিয়ে ম্যাচের রং বদলে দিতে পারেন।৬. রিংকু সিং: বর্তমানে ভারতের উঠতি
তারকাদের একজন এই রিংকু সিং। এই হাড হিটার ক্রিকেটারও যে কোন সময় ম্যাচের রং পাল্টে দিতে পারেন। কেকেআরের ফিনিশার হিসেবে বিবেচনা করা হয় রিংকু সিংকে।আইপিএলে এখন পর্যন্ত রিংকু সিং ১৭ ম্যাচ খেলে ২৫১ রান করেছেন।
৭. শার্দুল ঠাকুর: ২০২২ সালের মেগা নিলামে ১০ কোটি ৭৫ হাজার টাকায় দলে নেয় নিয়েছিল দিল্লি। সেই সরসুরে ব্যর্থ হওয়ায় শার্দুল ঠাকুরকে ছেড়ে দেয় দিল্লি। আর সেই সুযোগ মিস করে না কেকেআর ।কেকেআর ৭.২৫ কোটি টাকায়
শার্দুল ঠাকুরকে লুফে নেয়। এবারের আইপিএলে প্যাট কামিংসের পরিবর্তে তাকে প্লেইং একাদশে দেখা যেতে পারে।৮.বরুন চক্রবর্তী: ভারতীয় ক্রিকেটে .বরুন চক্রবর্তী একজন রহস্যময় বলার হিসেবে পরিচিত। কেকেআরের ম্যাচ উইনিং
ক্রিকেটারদের মধ্যে বরুন চক্রবর্তী অন্যতম।এখন পর্যন্ত বরুন আইপিএলে ৪২ ম্যাচে ৪২ টি উইকেট নিয়েছেন। তার ইকোনমি ৭.২২।৯. সুনীল নারিন: আন্দ্রে রাসেলের পর জ্যামাইকান ক্রিকেটারদের আর একজন সুনীল নারিন যে কেকেআরের
অন্যতম সদস্য। গত বছরেও কেকেআরের হয়ে দুর্দান্ত খেলেছেন সুনীল নারিন। বোলিংয়ের পাশাপাশি সুনীল নারিন অনেক সময় কেকেআরের ওপেনও সামলান। বল হাতে যেমন ব্যাট হাতেও কেকেআরের হয়ে ভয়ংকার সুনীল নারিন।
১০. লকি ফার্গুসন: লাচলান হ্যামন্ড লকি ফার্গুসন নিউজিল্যান্ড ক্রিকেট দলের অন্যতম সদস্য তিনি। ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত কেকেআরের জার্সিতে আইপিএলের মঞ্চ মাতিয়েছেন লকি ফার্গুসন।এবার আবারও কেকেআরের
হয়ে আইপিএলের মঞ্চ মাতাবেন লকি ফার্গুসন। গত মরসুমেই কেকেআর ছেড়ে গুজরাত টাইটান্সের দলে যোগ দিয়েছিলেন লকি।গত মরসুমে গুজরাতের হয়ে ১৩টি ম্যাচ খেলেন লকি। ১২টি উইকেট নিয়েছিলেন কিউয়ি তারকা।
১১. উমেশ যাদব: তিনি ভারতীয় দলের একজন অভিজ্ঞ পেসার। অজিদের সাথে তার বর্তমান ফর্ম দুর্দান্ত।দেশের কিংবা কেকেআরের হয়ে একাধিক রেকর্ড গড়েছেন এই পেসার। গত বছর কেকেআরের দলের বাজে পারফরমেন্সের
মধ্যেও তিনি নিজের ধারাবাহিকতা বজায় রেখে দুর্দান্ত বল করে গিয়েছিলেন।কেকেআরের সম্ভাব্য প্লেইং একাদশ:রহমানুল্লাহ গুরবাজ, ভেঙ্কটেশ আইয়ার, নিতিশ রানা, শ্রেয়াস আয়ার, আন্দ্রে রাসেল, রিংকু সিং, শার্দুল ঠাকুর, বরুন চক্রবর্তী, সুনীল নারিন, লকি ফার্গুসন, উমেশ যাদব
কলকাতা নাইট রাইডার্সের পুরো দল: শ্রেয়স আইয়ার (অধিনায়ক), রিঙ্কু সিংহ, রহমনুল্লাহ গুরবাজ, ডেভিড উইজি, কুলবন্ত খেজরোলিয়া, সুয়াশ শর্মা, নীতিশ রানা, অনুকূল রয়, লকি ফার্গুসন, আন্দ্রে রাসেল,
বেঙ্কটেশ আইয়ার, উমেশ যাদব, হর্ষিত রানা, টিম সাউদি, শার্দুল ঠাকুর, সুনীল নারাইন, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী, এন জগদিশান, মনদীপ সিংহ, শাকিব আল হাসান ও লিটন দাস।