






ফ্রান্সের কিংবদন্তি স্ট্রাইকার জাস্ট ফন্টেইন আর নেই। বুধবার (০১ মার্চ) ফন্টেইনের পরিবার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। এক বিশ্বকাপে সর্বোচ্চ ১৩ গোল করেন তিনি, যা এখনও বিশ্বকাপের কোনো নির্দিষ্ট আসরে







সর্বোচ্চ গোলের রেকর্ড। ফ্রান্সের সাবেক এই স্ট্রাইকার আলোচনায় ১৯৫৮ সালের সুইডেন বিশ্বকাপের জন্য। ওই বিশ্বকাপেই তিনি গড়েন ১৩ গোলের রেকর্ড, যা বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বোচ্চ গোল। ফ্রান্সের জার্সিতে ফন্টেইন







২১টি ম্যাচে খেলেছিলেন। ১৯৫৩ থেকে ১৯৬০ সাল পর্যন্ত দেশের জার্সিতে ৩০টি গোল করেন তিনি।১৯৬২ সালে মাত্র ২৮ বছর বয়সে ইনজুরির কাছে পরাজিত হয়ে ফুটবল থেকে অবসর নেন ফুটবলের অন্যতম সেরা এক স্ট্রাইকার। ক্লাব ক্যারিয়ারে ২৩৫টি ম্যাচ খেলে মোট গোল করেছেন ১৯৭টি।