






ব্রাজিলের বর্তমান সময়ের অন্যতম তারকা ফুটবলার নেইমার। বর্তমানে ফরাসি ক্লাব পিএসজি’তে খেলা এই ফুটবলারকে ঘিরেই যত আশা প্রত্যাশা ব্রাজিলের সমর্থকদের। মাঠে প্রতিপক্ষের ডিফেন্ডারদের জন্য এক আতংকের নাম নেইমার।







স্বাভাবিকভাবে, আক্রমণভাগের ফুটবলারদের বড় শত্রু হয়ে থাকে প্রতিপক্ষের ডিফেন্ডাররা, তবে নেইমারের বড় শত্রু যেন ইনজুরি। শুধুমাত্র ইনজুরির কারণে নেইমার যে তার ক্যারিয়ারে কত ম্যাচে মাঠেই নামতে পারেননি তার হিসেব নেই।







তাছাড়া বারবার ইনজুরিতে পড়ার কারণে ক্যারিয়ারের অনেকটা সময় মাঠের বাইরেই থাকতে হয়েছে তারকা এই ফুটবলারকে। নেইমার যদি এত ইনজুরিতে না পড়তো তাহলে ব্রাজিলের জার্সি গায়ে যেমন তার গোল সংখ্যা আরও বেশি থাকতো







তেমনি ক্লাব পর্যায়ে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে যেতে পারতো। গোল ডটকমের প্রতিবেদন অনুযায়ী, ২০১৭ সালে পিএসজিতে যোগ দেওয়া ব্রাজিলের এই তারকা ফুটবলার ইনজুরির কারণে শতাধিকের চেয়েও বেশি ম্যাচ খেলতে পারেননি।







নেইমার যদি সেই ম্যাচগুলো খেলতে পারতেন তাহলে পিএসজির জার্সিতে তার গোল সংখ্যা যে আরও অনেক বেশি থাকতো সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। ফরাসি ক্লাবটির জার্সিতে নেইমার প্রথম ইনজুরিতে পড়েন ২০১৭ সালের সেপ্টেম্বরে।







সেই ইনজুরির কারণে ম্যাচের বাইরেও থাকতে হয় তাকে। এর পরের বছর নেইমার শুধুমাত্র ইনজুরির কারণে পিএসজির জার্সিতে ২৬টি ম্যাচ খেলতে পারেননি। একইভাবে, ২০১৯ সালে নেইমার ইনজুরির কারণে ৩০টি ম্যাচে মাঠে নামতে পারেননি।
২০২০ সালেও ইনজুরিতে বেশ কয়েকটি ম্যাচ খেলা হয়নি তারকা এই ফুটবলারের। সে বছর ১০টি ম্যাচে মাঠে নামা হয়নি ব্রাজিলের এই তারকার। ইনজুরির কারণে ২০২১ সালে ১৯টি ও ২০২২ সালে ১৩টি ম্যাচ খেলতে পারেননি নেইমার। চলতি বছরও ইতোমধ্যেই ইনজুরির কারণে একাধিক ম্যাচে মাঠে নামা হয়নি ব্রাজিলের এই ফুটবলারের।