






পাকিস্তান সুপার লিগ (পিএসএল) চলছে। এবারের আসরে ধারাভাষ্যকার হিসেবে কাজ করছেন নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার সাইমন ডুল। পাকিস্তানের তারকা ক্রিকেটারের স্ত্রীকে নিয়ে বেফাঁস মন্তব্য করে আলোচনায় ডুল। এর আগে, পাকিস্তানের







অধিনায়ক বাবর আজমকে ‘স্বার্থপর’ বলে বিতর্কের তৈরি করেছিলেন তিনি। পিএসএলে ইসলামাবাদ ইউনাইটেড এবং মুলতান সুলতানের মধ্যকার ম্যাচে ইসলামাবাদ হারিয়ে দেয় মুলতানকে। সেই সময় ধারাভাষ্য দিচ্ছিলেন সাইমন ডুল।







ইসলামাবাদ দলের ডাগ আউট এবং সমর্থকদের টিভিতে দেখানো হচ্ছিল। পাকিস্তানের পেসার হাসান আলির স্ত্রী সামিয়া আরজুকে তখন দেখানো হয়। স্বামীর দল ইসলামাবাদের জয় উদযাপন করছিলেন তিনি। সেই সময় কিউই ধারাভাষ্যকার ডুল







বলেন, ‘ওয়াও ওয়াও। উনি জিতে নিয়েছেন। আমি নিশ্চিতভাবে বলতে পারি, বেশ কয়েকজনের হৃদয়ও জিতে নিয়েছেন উনি। দুর্দান্ত। অপূর্ব। জয়টাও দুর্দান্ত।’ ডুলের সেই মন্তব্য দ্রুতই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।







সাইমন ডুলের এমন মন্তব্য নিছক প্রশংসা হিসেবে দেখতে নারাজ ক্রিকেটপ্রেমীরা। তাদের মতে ডুলের মন্তব্যে ক্রিকেটারের স্ত্রীর প্রতি অশালীন ইঙ্গিত রয়েছে। আবার অনেকে মনে করেন, তার মন্তব্যে লালসা কাজ করেছে। ক্রিকেট ধারাবিবরণীতে এরকম মন্তব্য অনুচিত বলে মনে করেন সকলে।