






চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্নের বিপক্ষে প্রথম লেগের ম্যাচ হেরে এমনিই চাপে রয়েছে ফরাসি ক্লাব পিএসজি। দ্বিতীয় লেগে বায়ার্নের বিপক্ষে মাঠে নামার আগে বড় দুঃসংবাদই পেয়েছে তারা।
চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর ম্যাচে প্রথম লেগে







বায়ার্নের কাছে ১-০ গোলে পরাজিত হয় পিএসজি। দ্বিতীয় লেগে বৃহস্পতিবার (৯ মার্চ) মাঠে নামবে তারা। মহাগুরুত্বপূর্ণ ঐ ম্যাচে ব্রাজিলের তারকা ফুটবলার নেইমারকে পাচ্ছে না পিএসজি। ফরাসি ক্লাবটির কোচ গালতিয়ের নেইমারের না থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।







সম্প্রতি চ্যাম্পিয়ন্স লিগে বড় সাফল্য পাচ্ছে না পিএসজি। এবারও বায়ার্নের বিপক্ষে প্রথম লেগ হেরে চাপে রয়েছে তারা। নেইমারকে ছাড়া অনেকটা পিছিয়ে থেকেই জার্মানির ক্লাবটির বিরুদ্ধে লড়তে হবে তাদের। নেইমার না থাকায় দ্বিতীয় লেগের ম্যাচে পিএসজির মূল ভরসা হিসেবে থাকবেন মেসি-এমবাপ্পেরা।