






শান্তয়ের ৫৩রান মুসফিকের ৭০ রান এবং সাকিবের ৭৫ রানের সুবাদে ২৪৭ রানের টার্গেট দিয়ে বোলিংয়ে ছন্দ দেখালো বাংলাদেশ। ইংল্যান্ডকে অলআউট করলো ১৯৬ রানে। আর ৫০ রানের জয়ে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ







এড়ালো টাইগাররা।ইংল্যান্ডের ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত রান করেন জেমস ভিন্স। ৪৪ বলে ৩৮ রান করেন তিনি। ফিল সল্ট ৩৫, ক্রিস ওকস ৩৪ রান করেন। এছাড়া জেসন রয় ১৯, জস বাটলার ২৬ রান করেন। বাকিদের কেউ ছুঁতে







পারেনি দুই অঙ্কের কোটা।বাংলাদেশের ৬ বোলারের সবাই উইকেট পান। সর্বোচ্চ ৪ উইকেট নেন সাকিব আল হাসান। ১০ ওভারে ৩৫ রান খরচ করে টাইগার অলরাউন্ডার। দুটি করে উইকেট পান তাইজুল ইসলাম ও ইবাদত হোসেন।







খেলা শেষে সিরিজ সেরা হয়ে আদিল রশিদ বলেন: ভালো লাগলো, অনেক কৃতিত্ব আমাদের বোলারদের। রেহান আহমেদের মধ্যে বিশেষ কিছু আছে, সময়ের সাথে সাথে সে তার খেলার বিকাশ ঘটাবে।আপনি যখনই খেলবেন







তখনই আপনি মানিয়ে নিন। আমি একটি গেমপ্ল্যান আছে এবং এটি চালানোর চেষ্টা। আর শেষ ম্যাচের কথা যদি বলি তাহলে সাকিবের ব্যাট থেকে সাকিবের বলই ম্যাচের ব্যবধান গড়ে তুলেছে।তার এই বোলিং ধারা অব্যাহত থাকলে আমাদের টি-২০তে বিপদ বাড়াতে পারে।