






আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসি ক্লাব ফুটবলে ১০০০ গোল এবং অ্যাসিস্টের মাইলফলক স্পর্শ করেছেন। গত রাতে নতের বিপক্ষে গোলের মাধ্যমে এই রেকর্ড স্পর্শ করেছেন তিনি।
গত রাতে লিগ ওয়ানে নতের বিপক্ষে মাঠে নেমেছিল







পিএসজি। ম্যাচটিতে পিএসজি ৪-২ গোলে জিতেছে। ম্যাচে পিএসজির প্রথম গোলটি এসেছিল মেসির পা থেকেই।এই গোলটি ছিল মেসির ক্লাব ক্যারিয়ারে ৭০১তম গোল। সেই সঙ্গে তিনি আরও ২৯৯টি অ্যাসিস্ট করেছেন। সব মিলিয়ে







মেসি ক্লাব ফুটবলে সরাসরি ১০০০ গোলে জড়িত থাকার মাইলফলক স্পর্শ করলেন।মেসি এই রেকর্ড স্পর্শ করছেন ৮৪১টি ম্যাচে। অর্থাৎ ম্যাচপ্রতি তার গোল/অ্যাসিস্টের গড় ১.১৯টি। মেসির মত বিশাল রেকর্ড না হলেও পিএসজির ইতিহাসে
সর্বোচ্চ গোল করার রেকর্ড স্পর্শ করেছেন এমবাপ্পে।নতের বিপক্ষে গোলের মাধ্যমে তার গোল সংখ্যা দাঁড়িয়েছে ২০১টিতে যা পেছনে ফেলেছে ২০০ গোল করা কাভানিকে।