






প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ৩০০ উইকেট শিকার করেছেন সাকিব আল হাসান। ২৯৬ উইকেট নিয়ে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডে খেলতে নামেন সাকিব। ফিল সল্ট, জেসন রয়, জেমস ভিন্স এ







বং রেহান আহমেদকে আউট করে ৩০০ উইকেট পূর্ণ করেন এই অলরাউন্ডার।সোমবার (৬ মার্চ) চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে ৪ উইকেট নিয়ে সাকিব তিন’শ উইকেটের মাইলফলক স্পর্শ করেন। ক্যারিয়ারের ২২৭তম ওয়ানডে খেলতে







নেমে এ অর্জনের তালিকায় নাম লেখান তিনি। শ্রীলঙ্কান কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরন ২০২ ম্যাচে পেয়েছিলেন তিন’শ উইকেট। এছাড়া ভারতের অনিল কুম্বলে ২৩৪ ম্যাচে, নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টরি ২৯১ ম্যাচে, পাকিস্তানের শহীদ আফ্রিদি ৩১৪ ম্যাচে এবং শ্রীলঙ্কান সনাৎ জয়াসুরিয়া ৩৯৭ ম্যাচে তিন’শ উইকেটের মাইলফলক ছুঁয়েছিলেন।