






ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে সম্ভাবনা জাগিয়েও পারল না বাংলাদেশ। ব্যাটারদের ব্যর্থতায় বড় সংগ্রহ দাঁড় করাতে না পারা বাংলাদেশ শেষ পর্যন্ত বোলারদের কল্যাণে লড়াই করলেও কাঙ্ক্ষিত জয়ের দেখা পায়নি।







সিরিজের প্রথম ম্যাচে তিন উইকেটের জয় তুলে মাঠ ছাড়ে সফরকারীরা।বাংলাদেশের দেয়া ২১০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে ছিল ইংল্যান্ড। এক পর্যায়ে ১০৩ রানে ৫ উইকেটও হারায় দলটি। তবে এরপরই ঘুরে দাঁড়ায়







সফরকারীরা।মঈন আলীকে নিয়ে অনেকটা সময় কাটিয়ে দেন ডেভিড মালান। আর তখনই ম্যাচটা ইংল্যান্ডের দিকে ঝুঁকে পড়ছিল। এমন সময় আবার আশা জাগান মিরাজ। মঈন আলীকে আউট করে স্বস্তি ফেরান তিনি।তবে এক







প্রান্ত আগলে রাখেন ডেভিড মালান। মাথা ঠাণ্ডা রেখে দুর্দান্ত এক শতক তুলে নিয়ে ইংল্যান্ডের জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন তিনি। বাংলাদেশের পরাজয়ের পেছনে মূল ভূমিকা রেখেছে ব্যাটিং ব্যর্থতা, সাকিবের ব্যর্থতা ও ইংল্যান্ডের মালানের শতক।