






তানভীর ইসলাম, এবারের বিপিএলের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক। তবে আলোটা তিনি কেড়েছেন বেশ আগেই। যেখানেই সুযোগ পেয়েছেন করেছেন পারফর্ম। এবার ডাক পেয়ে গেলেন জাতীয় দলেও। এই বাঁহাতি স্পিনার চ্যালেঞ্জ হিসেবে







না দেখে ভালো করার তাড়নাতে মন দিচ্ছেন।কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে ১৭ উইকেট নিয়ে হাসান মাহমুদের সাথে যৌথভাবে হয়েছেন এবারের বিপিএলের সর্বোচ্চ উইকেট শিকারি। যার পুরষ্কার পেতে অপেক্ষা করতে হয়নি দুই সপ্তাহের বেশি।







আজ (১ মার্চ) রাতে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের স্কোয়াড দিয়েছে বিসিবি। যেখানে রেজাউর রহমান রাজা, তৌহিদ হৃদয়ের সাথে নতুন মুখ তানভীর।বাকি দুইজন অবশ্য ভিন্ন ফরম্যাটে জাতীয় দলের ডাক পেয়েছেন







আগেই। রাজা টেস্টে ও তৌহিদ ইংল্যান্ডের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে সুযোগ পান। কিন্তু এখনো অভিষেক হয়নি কারও।২৬ বছর বয়সী তানভীর টি-টোয়েন্টি স্কোয়াডে ডাক পেয়ে বলছেন বিপিএলের মতো ধারাবাহিক পারফর্ম করতে চান







একাদশে সুযোগ পেলে। চ্যালেঞ্জটা শুধুই ভালো খেলার।তার ভাষায়, ‘চ্যালেঞ্জ তো ভালো খেলার। এছাড়া আর চ্যালেঞ্জ নাই। এত দিন যেভাবে খেলছি, বিপিএলটা যেভাবে খেলছি সেটা যদি খেলতে পারি আল্লাহর রহমতে, এটাই শুকরিয়া।







যেন বাংলাদেশকে কিছু রিপ্রেজেন্ট করতে পারি।’তার জাতীয় দলের স্কোয়াডে ডাক পাওয়ায় পরিবারে বয়ে যাচ্ছে খুশির বন্যা।তানভীর যেমনটা বলছিলেন, ‘অনেকে তো কান্না করে দিছে। আব্বু কান্না করে দিছে। এটা স্বপ্ন না… দেশের হয়ে খেলার।’
তাকে প্রথম খবরটা দেন জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন।তানভীর বলেন, ‘বাশার ভাই দুষ্টুমি করে বলল, ‘তুই নাকি জাতীয় দলে চান্স পাইছস?’ আমি বললাম, “কী বলেন স্যার?’ পরে বললেন, ‘হ্যাঁ! এবার তো স্কোয়াড ঘোষণা হইছে। অভিনন্দন! ভালো খেলার চেষ্টা করিস।’