






সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে দুর্দান্ত জয়ের পর রোববার (১২ মার্চ) মিরপুর শেরে-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ও মঙ্গলবার (১৪ মার্চ) সিরিজের শেষ







টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামবে টাইগাররা। শুক্রবার (১০ মার্চ) এই দুই ম্যাচের জন্য টিকিটের মূল্য তালিকা প্রকাশ করেছে বিসিবি।সিরিজের বাকি দুই ম্যাচের টিকিট বিক্রি হবে শনিবার (১১ মার্চ) থেকে। সর্বনিম্ন ২০০ টাকা খরচ করে







মাঠে বসে উপভোগ করা যাবে বাংলাদেশ-ইংল্যান্ডের মধ্যকার টি-টোয়েন্টি। টিকিটের সর্বোচ্চ মূল্য রাখা হয়েছে ১৫০০ টাকা করে।নর্থ/সাউথ স্ট্যান্ড গ্যালারীতে ৩০০ টাকা খরচ করে টিকিট কেটে খেলা দেখতে পারবেন দর্শকরা। ক্লাব







হাউজের টিকিট পাওয়া যাবে ৫০০ টাকায়। আর ভিআইপি স্ট্যান্ড গ্যালারির টিকিটের মূল্য ১০০০ টাকা করে।শেষ দুই ম্যাচের টিকিট পাওয়া যাবে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের টিকিট কাউন্টারে। এই কাউন্টার খোলা
থাকবে সকাল ৯.৩০ টা থেকে সন্ধ্যা ৬.৩০ টা পর্যন্ত। এছাড়া ম্যাচের দিন প্রাপ্যতা সাপেক্ষে মিরপুর স্টেডিয়ামের বুথেও পাওয়া যাবে টিকিট।
শেষ দুই টি-টোয়েন্টি ম্যাচের টিকিট মূল্য-
গ্র্যান্ড স্ট্যান্ড- ১৫০০ টাকা
ভিআইপি স্ট্যান্ড- ১০০০ টাকা
ক্লাব হাউজ- ৫০০ টাকা
নর্থ/সাউথ স্ট্যান্ড- ৩০০ টাকা
ইস্টার্ন স্ট্যান্ড- ২০০ টাকা