






অলরাউন্ডার, পারফরমার সাকিব সত্যিই ‘সব্যসাচী।’ তার তুলনা তিনি নিজেই। বারবার বহুবার প্রমাণ দিয়েছেন, তিনি নিজের দিনে বিশ্বের যে কোনো প্রতিপক্ষকে দুমড়ে মুচড়ে দিতে পারেন।২০১৯ সালে ইংল্যান্ডে ওয়ানডে বিশ্বকাপে







৮ ম্যাচে ৭ বার পঞ্চাশের ঘরে পা রাখা আর দুটি শতকসহ ৬০৫ রান করা এবং ৮ উইকেট শিকার-সাকিবের কৃতিত্ব, অর্জন আর প্রাপ্তির বড় দলিল হয়ে আছে।ওই বিশ্বকাপে সাকিবের দল বাংলাদেশ ওপরের দিকে ছিল না বলেই হয়তো







অমন দুর্দান্ত আর অনন্য পারফরম্যান্সের যথাযথ পুরস্কার পাননি সাকিব। তবে তার ওই পারফরম্যান্স কিন্তু বিশ্বের অনেকেই মনে রেখেছেন। যেমনটা মনে রেখেছেন ইংল্যান্ডের ওয়ানডে অধিনায়ক জস বাটলার।সোমবার চট্টগ্রামে অলরাউন্ডিং







পারফরম্যান্সের কাছে যার দল হার মেনেছে, সেই ইংলিশ ক্যাপ্টেন জস বাটলারও সাকিবে মুগ্ধ। তিনি স্বীকার করে নেন, সাকিব এক অসাধারণ খেলোয়াড়।পারফরমার সাকিব যে কত বড়, তার মূল্যায়ন করতে গিয়ে ইংল্যান্ড অধিনায়ক বলে







ওঠেন, ‘সাকিবের বিপক্ষে খেলাটাই এক বড় চ্যালেঞ্জ।’২০১৯ সালের বিশ্বকাপে সাকিবের দুর্দান্ত পারফরম্যান্সের কথা স্মরণ করে বাটলার বলেন, ‘ফিরে যান গত বিশ্বকাপে সাকিব কি অসামান্য পারফরম্যান্সটাই না করেছিল। সত্যিই সে ব্রিলিয়ান্ট প্লেয়ার।’