






পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ঢাকায় আসছে আয়ারল্যান্ড। আইরিশদের বিপক্ষে সিরিজের ওয়ানডে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সিলেটে,আর টি-টোয়েন্টি সিরিজ হবে চট্টগ্রামে। একমাত্র টেস্ট ম্যাচটি হবে ঢাকায়। এদিকে, এই সিরিজকে সামনে







রেখে রোজার কারণে সময়সূচিতেও পরিবর্তন এনেছে বিসিবি।বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘রোজার জন্য আয়ারল্যান্ড সিরিজের ম্যাচের সময়ে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। টি-টোয়েন্টি ম্যাচ ২টায় শুরু হলে সাড়ে ৫টার মধ্যে শেষ হয়ে যাবে। ইফতারের আগেই শেষ হয়ে যাবে।’