






ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে নাসুম আহমেদকে বাদ দিয়ে নেওয়া হয়েছে তাইজুল ইসলামকে। রঙিন পোশাকে দলে ফেরার মতো কিছু না করেও ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের স্কোয়াডে তাইজুল ইসলামের ডাক







পাওয়ায় অনেকেই অবাক।গত বছরের অগাস্টে জিম্বাবুয়ে সফরে তিনি রঙ্গিন পোশাকে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন। তাহলে হুট করে কেন ওয়ানডে দলে তাইজুল?আজ রবিবার মিরপুর শেরে বাংলায় এই প্রশ্ন ছুড়ে দেওয়া







হয় টাইগার্দের স্পিন পরামর্শক রঙ্গনা হেরাথের কাছে।নাসুমকে বাদ দিয়ে তাইজুলকে নেওয়ার সিদ্ধান্ত প্রসঙ্গে তিনি সাংবাদিকদের বলেন, ‘এটা পুরোপুরি নির্বাচকদের এবং অধিনায়ক-কোচও ছিলেন। আমি না। তাদের যদি কোনো পরামর্শ







বা তথ্য প্রয়োজন হয়, আমি সবসময় সাহায্য করতে প্রস্তুত।সবকিছু পরিস্থিতির ওপর নির্ভর করে। সাকিব থাকলে আরও দুজন বাঁহাতি স্পিনারের প্রয়োজন নেই। মিরাজও আছে। তো নির্বাচকদের তাইজুল বা নাসুমের মধ্যে একজনকে







নিতে হবে। দুজনের পারফরম্যান্সও এক। তাই আমার মতে নির্বাচকরা সেরাকেই বেছে নিয়েছে।’দল ঘোষণার পর প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেছিলেন, রঙ্গনা হেরাথই তাইজুলকে পছন্দ করেছে। নান্নুর বক্তব্য প্রসঙ্গে হেরাথ







পরিস্কার বলে দেন, তাইজুল তার পছন্দের। লঙ্কান কিংবদন্তির ভাষায়, ‘হ্যাঁ আমি সবসময় তাইজুলকে পছন্দ করেছি।যেমনটা বললাম, সে ওয়েস্ট ইন্ডিজে ভালো করেছে। তো আমি তাইজুলের মধ্যে ওয়ানডে ক্রিকেটেরও অনেক প্রতিভা







দেখতে পাই।ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ যে ম্যাচটি খেলেছে, তাইজুল সেটায় ভালো বোলিং করেছে। তো আমি তাইজুলকে এমন একজন হিসেবেই দেখি, যে ওয়ানডে ক্রিকেটেও ভালো বোলিং করতে পারে।’