






আগের মেয়াদে চন্ডিকা হাথুরুসিংহের সাথে মুমিনুল হকের মলিন সম্পর্কের কথা সবারই জানা। শেষদিকে তাকে দল থেকে বাদও দিয়েছিলেন হাথুরু। তবে এবারের মেয়াদে রসায়নটা কেমন হবে সেটা সময় বলে দিবে। আজ (২৩ ফেব্রুয়ারি)







মিরপুরে দুজনের হয়ে গেলো দেখা।হাথুরুসিংহে নতুন মেয়াদে দায়িত্ব নিয়ে বাংলাদেশে এসেছেন গত ২০ ফেব্রুয়ারি। ইংল্যান্ড সিরিজ সামনে রেখে আজ মিরপুরে নিজেদের মধ্যে ভাগ হয়ে প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ।ম্যাচ শুরুর আগে







বেশ কয়েকজন ক্রিকেটারের মিলনমেলা বসে। যেখানে ব্যক্তিগত কাজে আসা মুমিনুল হকের সাথেও দেখা হয় হাথুরুসিংহের।বিসিএলের তৃতীয় রাউন্ড খেলতে মুমিনুল যাচ্ছেন বগুড়ায়। যেখানে ২৫ ফেব্রুয়ারি তার দল মধ্যাঞ্চল মুখোমুখি







হবে দক্ষিণাঞ্চলের।ড্রেসিং রুমের সামনে মুমিনুল-হাথুরুসিংহে আলাপ করেছেন বেশ কয়েক মিনিট। যদিও বোঝার উপায় ছিল না কি নিয়ে আলাপ হয়েছে। সৌজন্য সাক্ষাৎ ছাড়াও ক্রিকেট নিয়ে যে দুই-এক কথা হয়েছে তা বলা বাহুল্য।







আগের মেয়াদে ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত বাংলাদেশ দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেন হাথুরুসিংহে। যেখানে শেষদিকে মুমিনুলকে নিয়ে অনেকটা একরোখা মানসিকতা ছিল তার। শর্ট বল খেলতে না পারা সহ অভিযোগের অন্ত







ছিল না।২০১৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের শততম ম্যাচে বাদও দিয়েছেন মুমিনুলকে। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঢাকা টেস্টে বাদ দিয়েতো আলাদা করে টুইট করতেও বাধ্য হন হাথুরুসিংহে।ম্যাচের আগেরদিন দেওয়া পোস্টে লিখেছেন, ‘একটি দেশের আবেগ কে প্রাধান্য দিব নাকি টিম কম্বিনেশনকে প্রাধান্য দিব?’