






জাতীয় দলের হেড কোচ হয়ে আবার বাংলাদেশে ফিরেছেন চন্ডিকা হাথুরুসিংহে এই খবর আর নতুন নয়। সোমবার দিবাগত রাতে ঢাকায় ফিরেই পরদিন সকালে এই লঙ্কান কোচের গন্তব্য মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম। বাংলাদেশে পা







রাখার ২৪ ঘন্টা না পেরোতেই কাজ শুরু করে দিয়েছেন তিনি।মিরপুরের চিরচেনা আঁতুড়ঘরে ফিরেই ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালকে পেলেন হাথুরু। বিশ্বকাপ পর্যন্ত টাইগারদের ওয়ানডে দলের দায়িত্ব তামিমের কাঁধে। হাথুরু ও তামিম







জুটি বাঁধা শুরু করলো প্রথম দিন থেকেই।বিমানবন্দের নেমে সংবাদমাধ্যমের প্রশ্নে জবাবে হাথুরু বলেছিলেন তিনি ক্লান্ত। কোনো রকম রাত কাটিয়ে অতিরিক্ত বিশ্রামের বালাই নেই হাথুরুর।সকালেই নেমে পড়লেন কর্মযঙ্গে।







মিরপুরের অন্দরে ঢুকতে হাথুরুকে প্রথাগতভাবে জায়গা ছিনিয়ে দিতে হয়নি কারো। নিজেই এগিয়ে দম ফেলে ফেলে এগিয়ে গেছেন তার চিরচেনা জায়গা ঘুরে দেখতে।মিরপুরে এসেই দিনের প্রথম বেলায় একে একে কুশল বিনিময় সারলেন







জাতীয় দলে ও আশেপাশে থাকা ক্রিকেটারদের সাথে। সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ ছাড়া উপস্থিত ছিলেন বেশিরভাগ ক্রিকেটারই।ছিলেন তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, সৌম্য সরকার, নাসুম আহমেদ,







ইবাদত হোসেন, ইয়াসির আলি রাব্বি, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেনসহ তৌহিদ হৃদয়রা।ঘরের মাঠে টাইগারদের সামনে এখন বড় উপলক্ষ্য ইংল্যান্ড সিরিজ।নিজেদের কন্ডিশনের সুবিধা কাজে লাগিয়ে জেতার কৌশল রপ্ত করে







বাংলাদেশ মূলত হাথুরুর অধীনে। একে একে বাংলাদেশ সিরিজ জিতে নেয় ভারত, পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকার মতো দলগুলোর বিপক্ষে। শুধু তাই নয় সাদা পোশাকে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মতো ক্রিকেট পরাশক্তিদের বিপক্ষে
টেস্ট জয়ও পায় টাইগাররা তার সময়কালে।চলতি বছরের শেষ দিকে ভারতে টাইগারদের ওয়ানডে বিশ্বকাপ। ইংল্যান্ড সিরিজ দিয়ে নিজেদের সামর্থ্যকে পরখ করে নিতে চায় টাইগার টিম ম্যানেজম্যান্ট। কারণ আইসিসির ইভেন্টে
অপেক্ষাকৃত রান বেশি হয় এবং খেলতে হবে বড় দলগুলোর বিপক্ষেও।এছাড়া এবারই প্রথম ইংল্যান্ডের বিপক্ষে প্রথম কোনো টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ । টি-টোয়েন্টি দলটি নিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা হয়েছে গত বছর। এবার দেখা যাক হাথুরু বিশ্বকাপজয়ীদের বিপক্ষে কেমন সফলতা বয়ে আনেন।