






বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে ডাক পেলেন তৌহিদ হৃদয়। ২০২০ সালে বাংলাদেশের হয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতা এই তরুণ ব্যাটার







এবারই প্রথম জাতীয় দলে জায়গা পেয়েছেন।ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের জন্য বিসিবি স্কোয়াড ঘোষণা করে বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি)। চোটের জন্য বিপিএলের শেষভাগে খেলতে না পারলেও ওয়ানডে দলের







নেতৃত্বে রয়েছেন নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল।যুব বিশ্বকাপজয়ী দলের ষষ্ঠ ক্রিকেটার হিসেবে জাতীয় দলে ডাক পেয়েছেন হৃদয়। এর আগে জাতীয় দলে সুযোগ পান শরিফুল ইসলাম, শামিম হোসেন পাটোয়ারি,







মাহমুদুল হাসান জয়, পারভেজ হোসেন ইমন ও আকবর আলী। যদিও আকবরের কোনো ম্যাচ খেলার সুযোগ হয়নি এখনও।সূচি অনুযায়ী, আগামী ১ মার্চ শুরু হবে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী ইংল্যান্ডের মধ্যকার







তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ১ম ওয়ানডের মতো ৩ মার্চের ২য় ওয়ানডের ভেন্যুও মিরপুর।৬ মার্চ ৩য় ওয়ানডে ও ৯ মার্চ ১ম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। ১২ ও ১৪ মার্চ তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ দুটি ম্যাচ







অনুষ্ঠিত হবে মিরপুরে।একনজরে ইংল্যান্ড সিরিজের ১ম দুই ম্যাচের জন্য বাংলাদেশের স্কোয়াড তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম,
আফিফ হোসেন ধ্রুব, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন চৌধুরী, তাইজুল ইসলাম ও তৌহিদ হৃদয়