






চলছে ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার চার ম্যাচের টেস্ট সিরিজ। ইতিমধ্যে শেষ হয়েছে সিরিজের দুইটি টেস্ট ম্যাচ। প্রথম টেস্টে ইনিংস ও ১৩২ রানের বিশাল ব্যবধানে হেরেছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় টেস্ট ম্যাচে কিছুটা প্রতিরোধ গড়তে







পারলেই হার এড়াতে পারেনি সফরকারীরা। ৬ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিক ভারত। এই দিকে আবার মহিলা টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে ভারত। এতে খুশির খবরের মধ্যে ভারতীয়







ক্রিকেটে নেমে এলো শোকের কালো ছায়া।প্রিয়জনকে হারালেন যাদব উমেশ যাদব। ভারতের হয়ে ৫৪টি টেস্ট, ৭৫টি এক দিনের ম্যাচ এবং সাতটি টি-টোয়েন্টি খেলেছেন ভারতীয় পেসার। তাঁর জন্ম হয় নাগপুরেই।







উমেশ যাদবের বাবা তিলক যাদব প্রয়াত। তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। বেশ কয়েক মাস ধরে ভুগছিলেন তিনি। হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। কিন্তু শেষে চিকিৎসকরা জানিয়ে দিয়েছিলেন যে, আর তাঁর পক্ষে সুস্থ







হওয়া সম্ভব নয়।হাসপাতালে থেকে কোনও শারীরিক উন্নতি হচ্ছিল না হওয়ার কারণে বাড়িতেই রাখা হয়েছিল তাঁকে। সেখানেই মারা যান তিলক। তিলকের বাড়ি উত্তরপ্রদেশের পোকারভিন্ডা গ্রামে। এক সময় এলাকার নাম করা







কুস্তিগির ছিলেন তিনি।পরবর্তীতে কাজের সূত্রে পরিবার নিয়ে মহারাষ্ট্রের নাগপুরে খপরখেডাতে থাকতেন তিলক। তাঁর তিন ছেলে এবং এক মেয়ে। ভারতীয় দলের পেসার উমেশ তাঁর মেজো ছেলে। উমেশের দাদা কমলেশ







এবং ভাই রমেশ রয়েছে।তিলকের শেষকৃত্য করা হয়েছে নাগপুরের কোলার নদীর ঘাটে। ৩৫ বছরের উমেশ ভারতীয় টেস্ট দলের নিয়মিত সদস্য। যদিও এখন প্রথম একাদশে জায়গা পান না তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ়ে প্রথম দু’টি ম্যাচে খেলানো হয়নি তাঁকে।