






ইউরোপিয়ান প্রতিযোগিতায় লিভারপুলের বিপক্ষে অনেক ফুটবলার গোল করেছেন। ইতিহাসের অনেক নামী দামী ফুটবলার লিভারপুলের বিপক্ষে গোল করেছেন। কিন্তু ভিনিসিয়াসের মত করতে পারেনি কেউই।লিভারপুলের বিপক্ষে কেউ







একটি গোল করেছেন, কেউ দুটি গোল করেছেন। কিন্তু ভিনিসিয়াস করেছেন পাঁচটি। ইউরোপিয়ান প্রতিযোগিতায় লিভারপুলের বিপক্ষে এত গোল আর কোন প্লেয়ার করতে পারেনি।ভিনিসিয়াস জুনিয়র যেন এসেছেন ইতিহাস রচনা করতে।







আর সেই ইতিহাসের খানিকটা যেন শুরু হয়ে গেল। আজকে আনফিল্ডে জোড়া গোলের মাধ্যমে করলেন এই রেকর্ড।চ্যাম্পিয়নস লিগের হাইভোল্টেজ এই ম্যাচে শুরুতে ২-০ গোলে এগিয়ে গিয়েছিল লিভারপুল। চতুর্থ মিনিটে নুনেজ এবং







১৪তম মিনিটে সালাহর গোল লিড এনে দেয় তাদের।তবে এরপরই রিয়ালের পাল্টা আক্রমন। একে একে পাঁচটি গোল হজম করে তখন লিভারপুল। আর এই ৫ গোল হজমের মাধ্যমে রাতটাকেই ভুতুরে করে রাখলো আনফিল্ডের দলটি।







এই ম্যাচে জোড়া গোল করেন ভিনিসিয়াস। সব মিলিয়ে লিভারপুলের বিপক্ষে ৪ ম্যাচ খেলে ৫টি গোল করেছেন ভিনিসিয়াস জুনিয়র। ইউরোপিয়ান প্রতিযোগিতায় লিভারপুলের বিপক্ষে এত গোল আর কেউই করতে পারেনি।