






বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে নতুন মেয়াদে আবারও দায়িত্ব নিতে আগামীকাল বাংলাদেশে আসবেন। সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল ২০ ফেব্রুয়ারি সোমবার রাত ১০টা ৪০ মিনিটে তার







ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।বাংলাদেশের এই সাবেক গুরু চন্ডিকা হাথুরুসিংহে গত ২০১৪ সালে প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দায়িত্ব পান। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দায়িত্ব পাবার পর অনেকগুলি পরিবর্তন







করেন তিনি। এরমধ্যে মুশফিকুর রহিমকে সরিয়ে ২ ফর্মাটে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়কের দায়িত্ব দেয়া হয় মাশরাফি বিন মুর্তজাকে।যেটি সে সময়ে অনেক বড় একটি সিদ্ধান্ত হিসেবেই মেনে নেয়া হয়। এরপর থেকেই উন্নতি







শুরু করতে থাকে বাংলাদেশ ওয়ানডে দল। বিশেষ করে ২০১৫ সালে ঘরের মাঠে পাকিস্তান, ভারত এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে জয় লাভ করে টাইগাররা।২০১৫ সালে বিশ্বকাপে বাংলাদেশ প্রথমবার কোয়ার্টার ফাইনাল







খেলেছিল। ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে খেলেছিল সেমিফাইনাল। এছাড়া অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের মতো বড় দলের বিপক্ষে টেস্ট সিরিজ জিতেছিল।২০১৭ সালে বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফর শেষে চাকরি থেকে ইস্তফা দেন হাথুরুসিংহে। তার সাফল্যমণ্ডিত অধ্যায় শেষ হয়েছিল তিক্ততায়। বোর্ডের কাছে সিনিয়র ক্রিকেটারদের নিয়ে নানা অভিযোগ করেছিলেন তিনি।