






ব্রাজিলিয়ান তরুণ ভিটর রোক এবং এন্ড্রিকের উপর নজর রাখছিল রিয়াল মাদ্রিদ এবং বার্সালোনা উভয় ক্লাবই। তারমধ্যে এন্ড্রিককে ইতিমধ্যে রিয়াল মাদ্রিদ নিজেদের করে নিয়েছে।এখন বাকি আছে ভিটর রোক। এই ব্রাজিলিয়ান তরুণ







প্রতিটা ম্যাচেই আলো ছড়াচ্ছে। এবারের অনূর্ধ্ব ২০ কোপা আমেরিকাতেও দারুণ পারফর্ম করছে এই তরুণ।সব মিলিয়ে ভিটর রোকের প্রেমে বেশ ভালোভাবেই পরেছে বার্সালোনা। তারা খুব দ্রুতই ভিটর রোকের ট্রান্সফারের বিষয়টি শেষ করতে চাচ্ছে।







ব্রাজিলিয়ান মার্কেটে বার্সার প্রতিনিধি ডেকো ইতিমধ্যে ক্লাবটির কর্মকর্তাদের সঙ্গে মিটিং করেছেন। খুব শীগ্রই তারা ভিটর রোকের জন্য অফার পাঠাতে পারে।বার্সালোনা রোকের জন্য কত টাকা খরচ করবে? স্প্যানিশ গনমাধ্যমগুলো জানিয়েছে, বার্সালোনা মনে করে ২০-২৫ মিলিয়ন ইউরোতেই তারা এই ব্রাজিলিয়ানকে কিনতে পারবে।