






২০২৩ সালের ফেব্রুয়ারির শেষদিকে বাংলাদেশে আসছে ইংলিশরা। এই সফরে ৩টি ওয়ানডের পাশাপাশি ৩টি টি-টোয়েন্টি ম্যাচে টাইগারদের মুখোমুখি হবে সফরকারী ইংল্যান্ড।ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টাইগারদের বহুল প্রতীক্ষিত







দ্বিপাক্ষিক সিরিজের সময়সূচি চূড়ান্ত হয়েছে। ২০২৩ সালের ফেব্রুয়ারির শেষদিকে বাংলাদেশে আসছে ইংলিশরা।এই সফরে ৩টি ওয়ানডের পাশাপাশি ৩টি টি-টোয়েন্টি ম্যাচে টাইগারদের মুখোমুখি হবে সফরকারী ইংল্যান্ড। ম্যাচগুলো







মাঠে গড়াবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে।ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দিয়ে শুরু হবে এবারের দ্বিপাক্ষিক সিরিজ। সিরিজের প্রথম ওয়ানডে মার্চের ১ তারিখে।







একদিন বিরতি দিয়ে দ্বিতীয় ওয়ানডে ৩ মার্চ। প্রথম দুইটি ওয়ানডে মাঠে গড়াবে মিরপুরে।এরপর দুই দল চলে যাবে চট্টগ্রামে। সেখানে ৬ মার্চ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মাঠে নামবে।ওয়ানডে সিরিজের পর তিনটি টি-টোয়েন্টি







খেলবে বাংলাদেশ ও ইংল্যান্ড। তৃতীয় ওয়ানডের পর প্রথম টি-টোয়েন্টিও চট্টগ্রামে অনুষ্ঠিত হবে।প্রথম টি-টোয়েন্টি মাঠে গড়াবে ৯ মার্চ। এরপর দুই দল আবারও ঢাকায় চলে আসবে। মার্চের ১২ ও ১৪ তারিখে যথাক্রমে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি মিরপুরে অনুষ্ঠিত হবে।







বাংলাদেশ বনাম ইংল্যান্ড তিন ম্যাচের ওয়ানডে সিরিজ –
প্রথম ওয়ানডে : ১ মার্চ, মিরপুর
দ্বিতীয় ওয়ানডে : ৩ মার্চ, মিরপুর
তৃতীয় ওয়ানডে : ৬ মার্চ, চট্টগ্রাম
বাংলাদেশ বনাম ইংল্যান্ড তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ –
প্রথম টি-টোয়েন্টি : ৯ মার্চ, চট্টগ্রাম
দ্বিতীয় টি-টোয়েন্টি : ১২ মার্চ, মিরপুর
তৃতীয় টি-টোয়েন্টি : ১৪ মার্চ, মিরপুর
তিন ম্যাচ ওয়ানডে জন্য স্কোয়াড:
তামিম ইকবল(সি),নাজমুল হোসেন শান্ত,লিটন দাস (উইকেট কিপার), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক),আফিফ হোসেন, মেহেদী হাসান,হাসান মাহমুদ,মাহমুদউল্লাহ,এবাদত হোসেন,মুস্তাফিজুর রহমান,তাসকিন আহমেদ,নুরুল হাসান (উক),নাসুম আহমেদ,শরিফুল ইসলাম
তিন ম্যাচ টি-২০এর জন্য স্কোয়াড:
নাজমুল হোসেন শান্ত,তৌহিদ হৃদয় ইয়াসির আলী, মোসাদ্দেক হোসেন,লিটন দাস, নুরুল হাসান,সাকিব আল হাসান (সি), আফিফ হোসেন,মেহেদি হাসান মিরাজ,নাসির হোসেন,তাসকিন আহমেদ, এবাদত হোসেন, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ