






২০০২ সালের পর ব্রাজিলের আর ভালো কোন স্ট্রাইকারের দেখা মিলেনি। রোনালদো নাজারিও অবসরে যাওয়ার পর ব্রাজিলের নাম্বার নাইন পজিশনে ভালো কোন স্ট্রাইকারের খোঁজ মিলেনি।ব্রাজিলে অনেক সেরা সেরা প্লেয়ার উঠে এসেছে। অনেক







প্রতিভাবান প্লেয়ার এসেছে। কিন্তু কখনও একজন সেরা নাম্বার নাইন পায়নি তারা গত ২০ বছরে। একজন কিলার নাম্বার নাইনের অভাবেব্রাজিলকে অনেকবার মুখ থুবরে পরতে হয়েছে। এখন যেন ব্রাজিলের সময় এসেছে সেই নাম্বার নাইন নিয়ে







কাজ করার। ব্রাজিলে বেশ কিছু তরুণ প্রতিভাবান নাম্বার নাইনের সন্ধান পাওয়াগেছে। এন্ড্রিক তো রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তিই করে নিয়েছে। ভিটর রোককে কেনার জন্য বড় ক্লাবগুলোর প্রতিযোগিতা চলছে। ব্রাজিলের এখনই সময়, ২০২৬ বিশ্বকাপের পূর্বে তাদের নিয়ে