






ভারতের বিপক্ষে চট্রগ্রাম টেস্টে বড় ব্যবধানে হেরে যায় বাংলাদেশ দল। ঢাকা টেস্টের আগে বাংলাদেশ শিবিরে বড় সমস্যা ইনজুরি। তাই তিন জনকে বাদ দিয়ে ভারতের বিপক্ষে শেষ টেস্টের-ভারতের বাংলাদেশ সফরের দ্বিতীয় ও শেষ টেস্টের জন্য ১৫







সদস্যদের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি৷ আগামী ২২ ডিসেম্বর মিরপুরের হোম অব ক্রিকেটে শুরু হবে এই টেস্ট। এই দলে ডাক পেয়েছেন স্পিনার নাসুম আহমেদ।চট্টগ্রাম টেস্টের স্কোয়াড থেকে মিরপুর টেস্টে বাদ পড়েছেন তিনজন। ইনজুরির কারণে







চট্টগ্রাম টেস্টের ২য় ইনিংসে বল করতে না পারা এবাদত হোসেন নেই মিরপুর টেস্টের দলে। বাদ পড়েছেন এনামুল হক বিজয় ও শরিফুল ইসলাম।চট্টগ্রাম টেস্টের ১ম ইনিংসে ১২ ওভার বল। করলেও ২য় ইনিংসে বোলিংই করেননি অধিনায়ক সাকিব আল হাসান।







এবাদত হোসেনও ২য় ইনিংসে বোলিং করতে পারেননি ইনজুরির জেরে। ব্যাটার সাকিব মিরপুরেও খেলবেন, ইনজুরি কাটলে করবেন বোলিংও। তবে ছিটকে যেতে হয়েছে এবাদত। সাকিব বোলিং না করলে সেক্ষেত্রে একাদশে সুযোগ পেতে







পারেন নাসুম আহমেদ।১ম ম্যাচে স্কোয়াডে থাকলেও ২য় টেস্টে নেই এনামুল হক বিজয় ও শরিফুল ইসলাম। এছাড়া বাকি থাকা সবাই টিকে গেছেন।দ্বিতীয় টেস্টের জন্য বাংলাদেশের সম্ভাব্য একাদশ:জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত,মুশফিকুর রহিম,







সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ।
দ্বিতীয় টেস্টের জন্য বাংলাদেশের স্কোয়াডঃ
জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, ইয়াসির আলি চৌধুরী রাব্বি, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ, নাসুম আহমেদ, মাহমুদুল হাসান জয়, রেজাউর রহমান রাজা।