






আর্জেন্টিনার কাছে হেরে বিশ্বকাপ জেতা না হলেও ব্যক্তিগত পারফরম্যান্সে গোল্ডেন বুট জিতে নিয়েছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। চরম নাটকীয় ফাইনাল ম্যাচে হ্যাটট্রিক করে মেসিকে পেছনে ফেলে গোল্ডেন বুট নিজের করেন নেন তিনি।







৭ গোল করেও গোল্ডেন বুট নিজের করে নিতে ব্যর্থ হন মেসি।রোববার (১৮ ডিসেম্বর) মেসি এবং এমবাপ্পে দুইজনেই ফাইনাল খেলতে নেমেছিলেন ৫ গোল নিয়ে। ম্যাচের শুরুতেই পেনাল্টি থেকে গোল করে নিজের গোল সংখ্যা বাড়িয়ে নেন ৬টিতে।







দ্বিতীয়ার্ধে এক মিনিটের ব্যবধানে জোড়া গোল করে মেসিকে টপকে ৭ গোলের মালিক হয়ে যান এমবাপ্পে।খেলার অতিরিক্ত সময়ে লিওনেল মেসি আবারও অসাধারণ এক গোল করে ছুঁয়ে ফেলেন এমবাপ্পেকে। তবে খেলার অতিরিক্ত সময়ের দ্বিতীয়
অংশে আবারও পেনাল্টি থেকে এমবাপ্পে গোল করলে মেসিকে টপকে ৮ গোলের মালিক হয়ে গোল্ডেন বুট নিজের করে নেন তিনি।