দেশের ক্রিকেট পাড়ায় বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা ব্যর্থ হলেই শুরু হয় নানা আলচনা-সমালোচনা। সমালোচনা করতে করতে এমন এক পর্যায়ে দাঁড়ায় যে, টাকার পেছনে ছোটেন ক্রিকেটাররা,







‘ভালো খেলার চিন্তা না করে’ এমন অভিযোগও করে থাকেন দেশের ক্রিকেট ভক্ত দর্শকরা। ভালো খেললেই বাহবা, আর খারাপ খেললেই নিন্দে মন্দের শেষ থাকে না। আসন্ন ভারতের বিপক্ষে সিরিজ নিয়ে স্পন্সররাও থাকেন বেশ সরব।







সিরিজে ভালো খেললে কি অর্থনৈতিকভাবেও লাভবান হবেন ক্রিকেটাররা এমন প্রশ্ন করা হয় লিটন দাসের কাছে। লিটন দাস বলেছেন, টাকা ইনকাম করতে কেউ খেলতে নামে না, সবাই পারফর্ম করার জন্যই নামে।







তবে দর্শক হিসাবে আআমদের উচিত, ক্রিকেটার ভালো খেলুক বা ভালো না খেলুক আমাদের উচিত প্রত্যেকটা মুহূর্ত বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের উৎসাহ যোগানো। ভালো কিছু করার মনোবল তৈরি করা।