ক্যারিয়ারে সম্ভাব্য সব শিরোপাই জিতেছেন লিওনেল মেসি। শুধু পারেননি বিশ্বকাপ জিততে। এবার সোনালি ট্রফি জিতলেই আর্জেন্টিনার সর্বকালের সেরা ফুটবলার বনে যাবেন তিনি। সেই সঙ্গে দেশটির ফুটবল ঈশ্বর ডিয়েগো ম্যারাডোনার চেয়েও







বড় কিংবদন্তি হয়ে যাবেন ৩৫ বছর বয়সী সুপারস্টার। বিশ্বের ক্রীড়াভিত্তিক প্রভাবশালী স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। এতে বলা হয়, ২০২২ বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারিয়ে







কোয়ার্টার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। দারুণ এ জয়ে প্রথমে লক্ষ্যভেদ করেন মেসি। এ পথে দেশের হয়ে বিশ্বকাপ ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হয়ে যান তিনি। বৈশ্বিক টুর্নামেন্টের পাঁচ আসরে ৯ গোল করে স্বদেশি লিজেন্ড







ম্যারাডোনাকে ছাড়িয়ে যান ওয়ান্ডারম্যান। এখন তার সামনে কেবল রয়েছেন কিংবদন্তি স্ট্রাইকার গ্যাব্রিয়েল বাতিস্তুতা। বিশ্বমঞ্চে ১০ গোল করে তিনিই এখন পর্যন্ত সর্বকালের সর্বোচ্চ আর্জেন্টাইন গোলস্কোরার। এখন পর্যন্ত চলতি আসরে ৩







গোল করেছেন মেসি। অস্ট্রেলিয়ার আগে মেক্সিকো ও সৌদি আরবের বিপক্ষেও ১বার করে নিশানাভেদ করেন তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ক্লাব ও দেশের হয়ে ১০০০ ম্যাচের মাইলফলক ছুঁয়েছেন মেসি। বর্ণিল ক্যারিয়ারে সবমিলিয়ে ৭৮৯







গোল করেছেন তিনি। প্রায় একক নৈপুণ্যে ২০১৪ বিশ্বকাপে আর্জেন্টিনাকে ফাইনালে তোলেন মেসি। তবে ফাইনালে জার্মানির কাছে হেরে টাইটেল অধরা থেকে যায় তার। ধারণা করা হচ্ছে, এবার শেষবারের মতো বিশ্বমঞ্চে নেমেছেন তিনি।







ফলে চলতি আসরে শিরোপা জিততে না পারলে তাকে কখনও ম্যারাডোনার সঙ্গে তুলনা করা হবে না। বৈচিত্র্যময় ক্যারিয়ারে দুইবার বিশ্বকাপের ফাইনালে খেলেন ম্যারাডোনা। এর মধ্যে একবার ট্রফি জেতেন তিনি। একবার ফেরেন খালি







হাতে। ইতোমধ্যে একবার শূন্য হস্তে ফিরেছেন মেসি। এবার শিরোপা জয়ের শেষ সুযোগ তার। এ স্বপ্ন বাস্তবে রূপ পেলে ম্যারাডোনার মতোই রেকর্ড নিয়ে বিদায় নিতে পারবেন তিনি। এরই মধ্যে আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক ফুটবলের







সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়ে গেছেন মেসি। দেশের পক্ষে সর্বাধিক ম্যাচ খেলারও রেকর্ড তার দখলে। আলবিসেলেস্তেদের হয়ে যুব বিশ্বকাপ জিতেছেন তিনি। কোপা আমেরিকায় শ্রেষ্ঠত্বও অর্জন করেছেন। এখন শুধু মূল







বিশ্বকাপটা জিততে হবে। তাহলেই ম্যারাডোনাকে ছাড়িয়ে মাথায় সর্বকালের সেরা ফুটবলারের মুকুট পরবেন তিনি।