চলমান ২০২২ সালে দেশের হয়ে সর্বাধিক রান সংগ্রাহক বাংলাদেশের ব্যাটিং শিবিরের সবচেয়ে চৌকস যোদ্ধা লিটন কুমার দাস। ৩ সংস্করণ মিলিয়ে এ বছরে লিটন দাস ৩৭ ম্যাচে ১৭০৩ রান সংগ্রাহক; ৩টা সেঞ্চুরির পাশাপাশি ফিফটি করেছেন







১২টি। বাংলাদেশের হয়ে এক বছরে সর্বাধিক রান সংগ্রাহক এখন লিটন। এর আগে এই রেকর্ডটি দীর্ঘ ৪ বছর ধরে রাখেন মুশফিকুর রহিম। ২০১৮ সালে মুশফিকুর রহিম করেছিলেন ১৬৫৭ রান। ২০১০ সালে তামিম করেছিলেন ১৬৪৬ রান।







চলতি বছর টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে দেশের হয়ে সর্বাধিক রান সংগ্রাহক লিটন। এবছরে লিটন যথাক্রমে টেস্টে ৬৫৯ রান, ওয়ানডেতে ৫০০ রান ও টি-টোয়েন্টিতে করেছেন ৫৪৪ রান। শুধুমাত্র বাংলাদেশের হয়ে নয়, ২০২২ সালে







আন্তর্জাতিক ক্রিকেটে ৩ সংস্করণ মিলিয়ে ২য় সর্বাধিক রান সংগ্রাহক লিটন দাস। ২০৭৫ রান নিয়ে এবছরে সর্বাধিক রান সংগ্রাহক বাবর আজম। লিটন দুইয়ে। ১৪৫৭ রান নিয়ে লিটনের পরেই আছেন আরেক পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ রিজওয়ান।







এই ডিসেম্বরেই ভারতের বিপক্ষে ৩টা ওয়ানডে ও ২টি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ। এই সিরিজের ৫ ম্যাচে থেকে ২৯৭ রান করতে পারলে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসাবে এক বছরে ২ হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন লিটন।