ডানেডিনে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বোলিং-ব্যাটিং দুই বিভাগে উন্নতি হয়েছে বাংলাদেশ নারী দলের। এর পরও সহজ জয়ে তিন ম্যাচের সিরিজ নিজেদের করে নিয়েছে নিউজিল্যান্ড নারী দল। ইউনিভার্সিটি ওভালে ৩৭ রানের







জয় পেয়েছে স্বাগতিকরা। আগে ব্যাট করে ৪ উইকেটে ১৪৮ রান করে নিউজিল্যান্ড। জবাবে ১১১ রানে শেষ হয় জ্যোতিদের ইনিংস। এর আগে প্রথম টি-টোয়েন্টিতে মাত্র ৩২ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। ফলে ১৩২ রানের রেকর্ড ব্যবধানে







হেরেছিল নিগার সুলতানারা। টস জিতে ব্যাট করতে নেমে অস্বস্তিতে ছিল নিউজিল্যান্ড। ১২ ওভারে ৭১ রানে ৪ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে নিউজিল্যান্ড। পঞ্চম উইকেট জুটিতে ৪৯ বলে ৭৭ রান তোলেন অ্যামিলিয়া ও ম্যাডি গ্রিন।







অ্যামিলিয়া ৪৬ এবং গ্রিন ৩৭ রানে অপরাজিত থাকেন। ২২ রানে ২ উইকেট নেন অভিষিক্ত মারুফা। রিতু মনি ও রুমানা আহমেদের শিকার হয় বাকি ২ উইকেট। জবাবে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।







তৃতীয় উইকেটে ইনিংস সর্বোচ্চ ৪৫ রানের জুটি গড়েন নিগার সুলতানা জ্যোতি ও শারমিন আক্তার।