কাতার বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে ব্রাজিলের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় ‘লায়নস অব এশিয়া’ খ্যাত দক্ষিণ কোরিয়া। ১২ বছর পর নকআউট পবে উঠেছিল দলটি। তবে বেশি দূর এগোতে পারেনি এশিয়ার ফুটবল পরাশক্তি কোরিয়া।







সোমবার (৫ ডিসেম্বর) বিশ্বকাপের ৫৪তম ম্যাচে মুখোমুখি হয় ব্রাজিল-দক্ষিণ কোরিয়া। দোহার স্টেডিয়াম ৯৭৪ এ বাংলাদেশ সময় রাত ১টায় মাঠে গড়ায় ম্যাচটি। নেইমারের ফেরার ম্যাচটিতে ব্রাজিলও ফিরে তাদের আপন রূপে। নান্দনিক-শৈল্পিক ফুটবলে দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে হারায় ব্রাজিল।







ম্যাচের প্রথম ৩৬ মিনিটেই কোরিয়ার জালে একে একে চারবার বল জড়ায় ব্রাজিল। চোট কাটিয়ে ফিরেই গোলের দেখা পান নেইমার। ম্যাচের সপ্তম মিনিটেই গোল উৎসব শুরু করেন ভিনিসিয়াস জুনিয়র, ১৩তম মিনিটে পেনাল্টি থেকে দলকে আরেক ধাপ এগিয়ে নেয় নেইমার।







২৯ মিনিটে তৃতীয় গোলটি করেন রিচার্লিসন আর ৩৬তম মিনিটে এক হালি পূর্ণ করেন লুকাস পাকুয়েতা। বিশ্বকাপের এ ম্যাচটির ছয় মাস (২ জুন) আগে আন্তর্জাতিক এক প্রীতি ম্যাচে মুখোমুখি হয় ব্রাজিল-দক্ষিণ কোরিয়া। বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে ওই ম্যাচে অংশ নেয় দল দুইটি।







সেলেসাওদের আথিতিয়তা দেয় দক্ষিণ কোরিয়া। ম্যাচটিতে ৫-১ গোলে হারে স্বাগতিকরা। যেখানে দুইটি গোল করেন নেইমার। একটি করে গোল করেন রিচার্লিসন, কোতিনহো ও জেসুস। দক্ষিণ কোরিয়ার হয়ে একমাত্র গোলটি করেন হোয়াং উই-জো।







ছয় মাস পর আবারও মুখোমুখি হয় ব্রাজিল-দক্ষিণ কোরিয়া। এবারও নেইমারদের কাছে ৪-১ গোলে হারে হোয়াং উই-জোরা। সব মিলিয়ে সবশেষ দুই সাক্ষাতে ব্রাজিলের বিপক্ষে ১১ গোল হজম করলো কোরিয়া। বিপরিতে গোল করেছে দুইটি।