






আর্জেন্টিনা-ফ্রান্স ফাইনাল ম্যাচটা যেন ছিল নাটকীয়তায় ভরপুর। দুই দলের দুর্দান্ত ফুটবলে ম্যাচের গতি-প্রকৃতি বোঝাই দায় হয়ে দাঁড়িয়েছিলো । একবার ম্যাচে আর্জেন্টিনা এগিয়ে যায় তো, আরেকবার সমতায় ফেরে ফ্রান্স। তবে সকল নাটকীয়তার সমাপ্তি







ঘটে মার্টিনেজের বীরত্বে।কিলিয়ান এমবাপ্পের অসাধারণ হ্যাটট্রিকে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানেই মেসিদের বিশ্বকাপ জেতানোর নায়কে পরিণত হন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।কিংসলে কোম্যানের পেনাল্টি ঠেকিয়ে আর্জেন্টিনাকে বিশ্বকাপ







জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যান মার্টিনেজ। এরপর অরিলিয়েন চুয়ামেনি যে শটটি নেন মার্টিনেজকে ঠেকানোর জন্য সেটি হয়ে যায় মিস।নেদারল্যান্ডসের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার জয়ে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিলেন এই গোলরক্ষক। এবার ফাইনালে মার্টিনেজ বীরত্বে ৩৬ বছর পর বিশ্বকাপ জয়ের স্বাদ পায় আর্জেন্টিনা।