






আর মাত্র কয়েক ঘণ্টা, তারপরই দেখা মিলবে সেই মাহেন্দ্রক্ষণের। বিশ্বকাপের শিরোপার লড়াইয়ের জন্য প্রস্তুত আর্জেন্টিনা ও ফ্রান্স। প্রস্তুত দুই দলের সমর্থকরাও। মেসি নাকি এমবাপ্পে কে হাসবে শেষ হাসি তা সময় বলে দিবে। আপাতত নিজেদের সেরাটা







নিয়েই ভাবছে দলগুলো।আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি ইতোমধ্যে ফ্রান্সের বিপক্ষে মহারণের জন্য একাদশ চূড়ান্ত করে ফেলেছেন। কোন ফরমেশনে শিষ্যদের খেলাবেন সেটারও ধারণা দিয়েছেন তিনি।রোববার (১৮ ডিসেম্বর) কাতারের লুসাইল







স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফুটবলের সর্বোচ্চ আসরের শিরোপা নির্ধারণী ম্যাচ। বাংলাদেশ সময় রাত ৯টায় মাঠে গড়াবে ম্যাচটি। খেলাটি সরাসরি দেখা যাবে বিটিভি, গাজী টিভি ও টি-স্পোর্টসে। দুই ফাইনালিস্ট আর্জেন্টিনা ও ফ্রান্স উভয় দলেরই তৃতীয়বারের







মতো বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ এবার। ফরাসিদের লক্ষ্য থাকবে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়ার। অপরদিকে, আলবিসেলেস্তেদের সামনে রয়েছে বিশ্বকাপে দীর্ঘ ৩৬ বছরের শিরোপাখরার ইতি টানার হাতছানি।







গ্রুপ পর্ব ও নকআউট পর্ব মিলিয়ে আর্জেন্টিনা এখন পর্যন্ত খেলেছে ছয়টি ম্যাচ। আর প্রতিটি ম্যাচেই একাদশে কোনো না কোনো পরিবর্তন এনেছেন স্কালোনি। গ্রুপ পর্বে সাধারণত ৪-৩-৩ ফরমেশন ব্যবহার করেন আর্জেন্টিনা কোচ।







তবে নকআউট পর্বের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে ৫-৩-২ ও সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে ৪-৪-২ ফরমেশনে মেসিদের খেলান স্কালোনি। এবার দেখার পালা ফাইনালে কেমন ফরমেশনে হবে তার।







শনিবার (১৮ ডিসেম্বর) সংবাদ সম্মেলনে আর্জেন্টিনা কোচ বলেন, ‘একাদশ চূড়ান্ত হয়ে গেছে। আমাদের কেবল শেষ অনুশীলন সেশন বাকি আছে। হয়তো আর এক-দুই ঘণ্টার মধ্যেই তারা (খেলোয়াড়রা) জেনে যাবে (কারা খেলছে)।’
ফরমেশনে প্রসঙ্গে আর্জেন্টাইন কোচ বলেন, দুটি বিকল্প আছে আমার হাতে (৫-৩-২ বা ৪-৪-২)। তবে আমাদের খেলা এসব কৌশলকে ছাপিয়ে যায়। যেভাবেই খেলি না কেন, আমার মনে হয় না সেটা আমাদেরকে বদলে দেবে।
আর্জেন্টিনার সম্ভাব্য শুরুর একাদশ : এমিলিয়ানো মার্টিনেজ, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, নাহুয়েল মলিনা, মার্কোস আকুনিয়া, লেয়ান্দ্রো পারেদেস, রদ্রিগো দি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ।