






কাতার বিশ্বকাপে স্বপ্নের সেই সোনালী ট্রফির দেখা পেয়েছে মেসির আর্জেন্টিনা। বিশেষ করে মেসির কাছে এইটা সবচেয়ে বড় পাওয়া। বিশ্বকাপ শিরোপা নিয়ে দেশে ফিরেছে আর্জেন্টিনা। আর এই একটা বিশ্বকাপ জয়ে মেসিকে নিয়ে দারুন







সিদ্ধান্ত নিয়েছে আর্জেন্টিনা সরকার।আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ককে ৭০০ টাকার কমে কিনতে পারবেন আপনি! অবাক হচ্ছেন, আর্জেন্টিনার কেন্দ্রীয় ব্যাংক যে প্রস্তাব দিয়েছে, তাতে বাংলাদেশি মুদ্রায় মাত্র ৬০৭ টাকায় পাওয়া







যাবে লিওনেল মেসিকে।আর্জেন্টিনার আর্থিক খাতবিষয়ক গণমাধ্যম এল ফিনান্সিরোর মতে, আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের ঐতিহাসিক মুহূর্তকে ধরে রাখতে চাইছেন আর্জেন্টিনার আর্থিক নিয়ন্ত্রক সংস্থার কর্মকর্তারা। মেসির প্রতিকৃতি দিয়ে







আর্জেন্টিনার ১ হাজার পেসোর নোট প্রবর্তন করার প্রস্তাব করেছেন তারা।এই নোটের ডিজাইনও ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। সেখানে দেখা যায় নোটের একপাশে মেসির হাস্যোজ্জ্বল মুখ এবং অটোগ্রাফের প্রতিকৃতি রয়েছে। অন্যপাশে বিশ্বকাপের







ট্রফি হাতে উৎসবে মত্ত পুরো আর্জেন্টিনা দলের প্রতিকৃতি। তবে কবে নাগাদ এটি বাজারে আসবে, তার কিছুই জানানো হয়নি। যদিও এল ফিনান্সিরো তাদের প্রতিবেদনে এটি হাস্যকর প্রস্তাব বলে উল্লেখ করেছে।রোববার কাতারের দোহার লুসাইল







আইকনিক স্টেডিয়ামে গত আসরের চ্যাম্পিয়ন ফ্রান্সকে পেনাল্টি শুটআউটে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জেতে আর্জেন্টিনা। এর মধ্য দিয়ে শেষ হয় ৩৬ বছর বিশ্বকাপের ট্রফি জয়ের অপেক্ষা।এর আগে লিওনেল স্কালনির অধীনে ২০২১ সালের কোপা আমেরিকার শিরোপা এবং ওয়েম্বলিতে ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে হারিয়ে প্রথম ফাইনালিসিমা জেতে আর্জেন্টিনা।