






নাটকীয়তায় ভরা ফাইনালশেষে বিশ্বকাপ ট্রফি হাতে তুললেন লিওনেল মেসি। যে ট্রফির জন্য আর্জেন্টিনাকে অপেক্ষা করতে হয় দীর্ঘ ৩৬ বছর। এই ট্রফি জয়ের মধ্যমে আলবিসেলেস্তাদের শিরোপার সংখ্যা এখন তিন। তবে অর্জনের বিশ্বকাপ







জিতেও আসল ট্রফি নিয়ে দেশে ফিরতে পারছেন না মেসি-মার্টিনেজরা।মূলত, ফিফার নিয়মানুযায়ী বিশ্বকাপ জেতার পরেও ট্রফি নিজেদের কাছে রাখতে পারে না কোনও দলই। বিশ্ব চ্যাম্পিয়নদের দেয়া হয় মূল ট্রফির রেপ্লিকা বা ব্রোঞ্জের







একটি প্রতিমূর্তি। সেটি নিয়েই দেশে ফিরে দলটি। আর্জেন্টিনার ক্ষেত্রেও তাই হচ্ছে। রেপ্লিকা নিয়েই দেশে ফিরতে হচ্ছে মেসিদের। বিশ্বকাপের আসল ট্রফি চলে যাবে সুইজারল্যান্ডের জুরিখে।ফিফার বিশ্ব ফুটবল মিউজিয়ামে জুরিখে। সেখানে







ঠাঁয় পায় আসল ট্রফি। কেবল বিশ্বকাপের সময় এলে সংশ্লিষ্ট দেশে ট্রফি নিয়ে যাওয়া হয়। বিশ্বকাপ শেষে আবার নিজের জায়গায় ফেরত যায় বিশ্বকাপ ট্রফি।তবে আগে নিয়মটা এমন ছিল না। ১৯৮৩ সালের আগ পর্যন্ত যদি কোনো দল তিনবার







বিশ্বকাপ জিতে তাহলে তাদের আসল ট্রফি দেয়া হতো। ১৯৭০ সালে চিরতরে ব্রাজিলকে দিয়ে দেয়া হয় আসল ট্রফি। প্রথম দল হিসেবে তিনবার বিশ্বকাপ জয় করার কারণে, ওই ট্রফিটির চিরস্থায়ী মালিক হয়ে যায় ব্রাজিল। আসল ‘জুলে রিমে’







ট্রফি দেয়া হয়েছিল পেলেদের।তবে ১৯৮৩ সালের ১৯ ডিসেম্বর ব্রাজিল থেকে সেই ট্রফি চুরি হয়ে যায়। শেষ পর্যন্ত আর ট্রফিটি খুঁজে পাওয়া যায়নি। ধারণা করা হয়, ট্রফির সোনা গলিয়ে বিক্রি করে দেয়া হয়েছিল। কারণ চুরি যাওয়ার কয়েকদিন







পরে পাওয়া গিয়েছিল ট্রফির নিচের অংশটা যেটা কিনা সোনার নয়। সেই অংশটিও এখন রাখা আছে সুইজারল্যান্ডের ফুটবল মিউজিয়ামে।১৯৭০ সালে ব্রাজিলকে ‘জুলে রিমে’ ট্রফি দিয়ে দাওয়ার পর আসে নতুন ট্রফি। ১৯৭৪ সালে নিয়ে আসা হয়
বর্তমান ট্রফিটি। ইতালির ভাস্কর সিলভিও গাজ্জানিগা এই ট্রফির ডিজাইন প্রস্তুত এবং নির্মাণ করেন। কিন্তু ১৯৮৩ সালে ট্রফি হারিয়ে যাওয়ার ঘটনার পর থেকে কোনও দেশকেই আসল ট্রফি নিয়ে যেতে দেয়া হয় না। তাই ৩৬ বছর পর ট্রফি জিতেও মেসিরা নিয়ে যাবেন ‘নকল’ ট্রফি। যেটি আসল ট্রফির মতো দেখতে হলেও আসল ব্রোঞ্জের তৈরি একটি প্রতিমূর্তি।