






ভারতের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে আজ বোলিং করতে দেখা যায়নি অধিনায়ক সাকিব আল হাসানকে। যেখানে আজ তার বোলিং খুবই প্রয়োজন ছিল টাইগারদের জন্য। গতকাল প্রথম দিনে ১২ ওভার বোলিং করেছিলেন সাকিব।







উইকেট না পেলেও এত কম ওভার করতে খুবই কম দেখা যায় সাকিবকে। দিনের শুরুতে শ্রেয়াস আইয়ারের উইকেট তুলে নিয়েছিলেন পেসার ইবাদত হোসেন। এরপরই ভারতের টেল এন্ডারদের রবীচন্দ্রন অশ্বিন ও কুলদীপ যাদবকে নিয়ে







পেয়ে যান বড় জুটি। ভারতও ছাড়িয়ে যায় চারশো।এই জুটি যখন প্রথম সেশনে হতাশা বাড়াচ্ছিল বাংলাদেশের তখন দরকার ছিল সাকিবের বোলিং। কিন্তু তখনও সাকিবকে বোলিং করতে দেখা যায়নি। দ্বিতীয় দিনে পুরো দল ৪৩.৫ ওভার বল







করলেও বোলিং করেনি সাকিব। তবে সাকিবের বলিং না করানোর কারণ জানিয়েছেন দলের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ।তিনি জানিয়েছেন এই কারণে বোলিং করছেন না সাকিব। “সে (সাকিব) কিছুটা কাঁধের ব্যথায় ভুগছিল। আশা করছি







দ্বিতীয় ইনিংসে সে বল করবে। সে ১০-১২ ওভার (১২-৪-২৬-০) বল করেছে এবং আমি নিশ্চিত দ্বিতীয় ইনিংসে বল করবে।”ভারতের ৪০৪ রানের জবাবে খেলতে নেমে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা। ১০২ রানে পড়ে যায় ৮ উইকেট। দিনশেষে ৮ উইকেটে ১৩৩ রান করলেও ফলোঅন এড়াতেই এখনো চাই ৭২ রান।