






আট বছর পর আবারও বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে হারিয়েছে ৩-০ গোলে। গোল করে, করিয়ে তাতে বড় অবদানই রেখেছেন আর্জেন্টাইন মহাতারকা। এরপরই







মেসি মুখোমুখি হলেন সংবাদ মাধ্যমের। জানালেন, এখন সময় উপভোগ করার। তিনি বলেন, ‘আর্জেন্টিনা আরও একবার বিশ্বকাপ ফাইনালে, উপভোগ করুন।’ ‘আমার মনে এখন অনেক কিছুই খেলে যাচ্ছে, এমন কিছু দেখাটা সত্যি রোমাঞ্চকর।







এই খেলোয়াড়দের দেখা, পুরো বিশ্বকাপজুড়ে পরিবারের ছোঁয়া পাওয়াটা অবিশ্বাস্য। আমরা এখন শেষ ম্যাচে খেলতে যাচ্ছি, যা আমরা চেয়েছিলাম।’ মেসি তো বটেই, আর্জেন্টিনার এই জয়ে সমান অবদান রেখেছেন ইউলিয়ান অ্যালভারেজও।







মেসির প্রথম পেনাল্টির সুযোগটা পাইয়ে দিয়েছিলেন আর্জেন্টিনাকে, এরপর প্রথমার্ধে দারুণ এক সোলো গোলে দুই গোলের লিড এনে দিয়েছিলেন আকাশি-সাদাদের। এরপর মেসির দারুণ এক পাসকে গোলে রূপ দিয়ে আর্জেন্টিনার জয় নিশ্চিত







করেছিলেন তিনি। সেই অ্যালভারেজ জানালেন, কাজটা এখনো শেষ হয়নি। আগামী রোববারের ফাইনালে দারুণ এক ম্যাচ খেলতে হবে, জানিয়ে দিলেন দলকে। তার ভাষ্য, ‘ব্যক্তিগতভাবে তো বটেই, দলের জন্যও আমি খুবই খুশি। আমরা
অসাধারণ এক ম্যাচ খেলেছি। এখন আমাদের বিশ্রাম নিতে হবে। আর রোববারে দারুণ এক ম্যাচ খেলতে হবে।