






শ্বাসরুদ্ধকর এক ফাইনাল শেষে বিশ্বকাপ জয়ের আনন্দে ভাসছে আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে ৩৬ বছর পর আবারও আরাধ্য বিশ্বকাপ জিতেছে আলবিসেলেস্তেরা। ডিয়েগো ম্যারাডোনার পর লিওনেল মেসির







হাতে উঠেছে সোনার ট্রফিটি। আন্তর্জাতিক ক্রিকেটের নম্বর ওয়ান অলরাউন্ডার ও বাংলাদেশের পোস্টার বয় সাকিব আল হাসান আর্জেন্টিনার সমর্থক। মেসির ডাই-হার্ড ফ্যান সাকিব। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের রাতে চট্টগ্রামের রাস্তায় উদযাপনে







মেতেছিলেন সাকিব। মধ্যরাতে প্রাইভেট কারে করে বের হয়ে পড়েন চট্টগ্রামের রাস্তায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে সাকিব আর্জেন্টিনার জার্সি পরে রোববার দিবাগত রাতে বের হন। এরপর ভক্ত-সমর্থকদের সঙ্গে







মেসিদের জয় উদযাপন করেন। চট্টগ্রাম টেস্ট শেষে ঢাকায় ফিরেছে বাংলাদেশ দল। ঢাকা টেস্টকে সামনে রেখে অনুশীলনে মেতেছে সাকিব বাহিনী। মঙ্গলবার (২০ ডিসেম্বর) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুশীলন করে টাইগাররা। সেই সময় নিজেদের







মধ্যে ভাগ হয়ে ফুটবল খেলে তারা দলের সবাই যখন নিজ জার্সি পরে অনুশীলন শেষে ফুটবল বল খেলছিলেন সাকিব তখন মেসির ১০ নম্বর জার্সি পরে খেলতে নামেন। মেসির মতো বল কাটিয়ে গোলও করেন টাইগার অলরাউন্ডার। গোল করে উদযাপনও করেন সাকিব।