






ফ্রান্সকে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপ জয়ের স্বাদ পায় আর্জেন্টিনা। পুরো বিশ্ব আসর জুড়েই আর্জেন্টিনার জার্সি গায়ে অপ্রতিরোধ্য ছিলেন লিওনেল মেসি। স্বপ্নের সেই বিশ্বকাপ জয়ের পথে মেসি একাধিক রেকর্ড ভাঙার পাশাপাশি করেছেন ভিন্ন







এক রেকর্ডও। মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাতে মেসির সেই ছবি নিয়ে মেটার সিইও মার্ক জাকারবার্গ একটি পোস্ট শেয়ার করেন। যেখানে জাকারবার্গ জানান, মেসির সেই ছবি ইনস্টাগ্রামের রেকর্ড ভেঙেছে।সেখানে তিনি লিখেন, ‘লিওনেল







মেসির বিশ্বকাপ হাতে উদযাপনের ছবি ইনস্টাগ্রামে ইতিহাস গড়েছে। আর ফাইনাল চলাকালীন সময়ে হোয়াটসঅ্যাপে প্রতি সেকেন্ডে ২৫ মিলিয়ন ম্যাসেজ এসেছে।’এর আগে, সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে নতুন রেকর্ডে নিজের







নাম লেখান ফুটবলের জাদুকর মেসি। এই রেকর্ড গড়তে তিনি পেছনে ফেলেছেন পর্তুগিজ তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোকে। মেসির পোস্ট করা একটি ছবি এই মুহূর্তে ইনস্টাগ্রামের সবচেয়ে লাইক শেয়ার হওয়া ছবি।মেসির আগে এই







রেকর্ডটি রোনালদোর দখলে ছিল। বিশ্বকাপ শুরুর আগে রোনালদো নিজের ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন। সেই ছবিতে দেখা যায় ব্রিফকেসের দু’পাশে দাবায় মগ্ন মেসি ও রোনালদো। দ্বৈথ সেই ছবিতে খুব কম সময়ের মধ্যে ৪ কোটি ২০ লাখ লাইক পড়ে যায়। রোনালদোর সেই ছবিকে টপকে এবার ইনস্টাগ্রামের রেকর্ডটিও নিজের করে নিলেন মেসি।