এক দশক আগের ছবি মেসির সঙ্গে ছোট্ট এক কিশোর। তখনো বিশ্বসেরা লিওনেল মেসি। তাকে দেখেই স্বপ্নটা দেখেছিলেন জুলিয়ান আলভারেজ। ১০ বছর পরের ছবিটায় স্বপ্ন আর বাস্তবতার মেলবন্ধনে ধরা দিলো রূপকথা। মাঝে কতকিছু, একজন জুলিয়ান







আলভারেজ আছে বলে আর্জেন্টিনা বিশ্বজয়ের এত কাছে। লিওনেল মেসি যদি হন জাদুকর তবে জাদুর নাম আলভারেজ। মেসি যদি হন রাজা তাহলে আলভারেজ তার মন্ত্রী।বেশিদিন দূরে যেতে হবে না, ২০১৮ সালে যখন আর্জেন্টিনা দলের সঙ্গী হয়ে রাশিয়া গিয়েছিলেন







তখন মেসির সঙ্গে ছবি দিয়ে লিখেছিলেন দ্য বেস্ট অব অল। তাই বলে সেই বেস্টের বেস্ট পার্টনার হয়ে উঠবেন এত তাড়াতাড়ি তা কি ভেবেছিলেন?এই বিশ্বকাপ সেটাই দেখালো। আর্জেন্টিনার ১২ গোলের ৯টি মেসি-আলভারেজের। আলভারেজের ৪টির আবার







দুটির উৎস সরাসরি মেসির। যার একটার চেয়ে আরেকটা সুন্দরতম। আর ৬৪ বছরের ইতিহাসের মধ্যে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে সেমিফাইনালে দিলেন জোড়া গোল। সেই সঙ্গে তিনি সেমিফাইনাল কিংবা ফাইনালে সবচেয়ে কম বয়সী ফুটবলার হিসেবে জোড়া গোলের







কৃতিত্ব গড়েছেন। এতে করে তিনি তিনটি বিশ্বকাপজয়ী ব্রাজিলের কিংবদন্তি পেলের রেকর্ড স্পর্শ করলেন। পেলে যখন গোল করেছিলেন তখন তার বয়স ছিল ১৭ বছর ২৪৯ দিন। আর আলভারেজ ২২ বছর ৩১৬ দিনে করলেন জোড়া গোল।আর্জেন্টিনার স্ট্রাইকার জুলিয়ান







আলভারেজ খেলতে এসেছিলেন লাউতারো মার্টিনেজের ব্যাকআপ হিসেবে, কিন্তু এসে হয়েছেন নিয়মিত একাদশের খেলোয়ার ২০২১ সালে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে আলবিসেলেস্তেদের জার্সি গায়ে তুলেছেন। ছয় ম্যাচ খেলে এক গোল। বিশ্বকাপকেই বেছে







নিয়েছেন জ্বলে ওঠার মঞ্চ হিসেবে। তবে লিওনেল স্কালোনির সেরা ২৬ এ আলভারেজের ডাক পাওয়াটা অবাক করা। কেননা ক্লাব দল ম্যানচেস্টার সিটিতে নিয়মিত নন। আরলিং হল্যান্ডের কারণে। তাই ধারে ফিরেছেন পুরনো ক্লাব রিভারপ্লেটে।বিশ্বকাপের আগে অপেশাদার
থেকে পেশাদার সবমিলে ১২২ ম্যাচে করেছেন ৫৪ গোল। করিয়েছেন ২৯টি। সেটাই পেপ গার্দিওলার নজর কাড়তে যথেষ্ট। ১৭ মিলিয়ন ইউরোতে তাকে কিনে নিয়েছিলো সিটিজেনরা। কোপা আমেরিকা জিতেছেন, জিতেছেন ফিনালিসিমাও। বিশ্বকাপ জিতলে আর কি বাকি থাকে!