ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদো নাজারিও কাতার বিশ্বকাপ সম্পর্কে তার চিন্তা-ভাবনা জানিয়েছেন। এই আসর সেমিফাইনাল পর্যায়ে প্রবেশ করছে এবং সেখানে থাকছে না ব্রাজিল। কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে পেনাল্টি







শুট-আউটে বিদায় নেয় তারা। অর্থাৎ জয়ের জন্য তাকে বাকি চারটি দলের মধ্যে একটিকে পছন্দ করতে হবে রোনালদোকে। কিন্তু, তিনি আর্জেন্টিনাকে বেছে নিতে রাজি নন। আর্জেন্টিনা এবং লিওনেল মেসির বিশ্বকাপ জয়ের







সম্ভাবনা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে রোনালদো মার্কাকে বলেন, আমি পুরো ব্রাজিলের হয়ে উত্তর দিতে পারি না, আমি আমার উত্তর দিতে পারি। এ বিষয়ে আমি নিশ্চিত নই। তবে হ্যাঁ, অবশ্যই আমি মেসি জিতলে খুশি হব। কিন্তু আপনি জানেন







যে, আমাদের ব্রাজিল এবং আর্জেন্টিনার মধ্যে একটি দুর্দান্ত প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। তাই আমি আর্জেন্টিনা জিতলে খুশি হব সেটা বললে ভণ্ডামি হবে। এটি সত্যি কথা হবে না। তবে অবশ্যই আমি ফুটবলকে রোমান্টিক খেলা হিসেবে দেখছি। যে-ই







চ্যাম্পিয়ন হোক, আমি উপভোগ করব। আর্জেন্টিনা তাদের সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে নামবে। ক্রোয়েশিয়ানরা ব্রাজিলকে ছিটকে দেয় এবং আর্জেন্টিনা পেনাল্টিতে নেদারল্যান্ডসকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে।