যদি বেচে থাকি….
আজ থেকে ৫০ বছর পরে যখন ছেলেপেলেরা নীল সাদা জার্সিতে রাস্তায় দৌড়াবে ..আমি তখন লাঠি ভড় দিয়ে কোনোরকম হেটে গিয়ে জানালার পর্দা সরিয়ে দেখতে থাকবো …







অতঃপর চোখে চশমাটা দিয়ে কাপাকাপা হাতে রিমোট চেপে টিভি অন করতেই শুনবো ”
লিওনেল মেসি” ! দেখবো গ্যালারির কোনো এক কোণায় মানুষটা বসে আছে !!
চোখ দিয়ে হয়তো কয়েক ফোটা জল গরিয়ে পরবে , চশমা সরিয়ে চোখ মুছতে মুছতে ভাববো







….জীবনে কত রাত যে নির্ঘুম কাটিয়েছি এই মানুষটার জন্য !
কতবার যে মেসি মেসি বলে চিৎকার করে সবার ঘুম ভাঙিয়েছি !!
বাচ্ছা ছেলেরা এসে জিজ্ঞেস করবে “কি গো দাদু এখনো মেসি “” !! কি পেলেন ??







আমি মৃদু হেসে বলবো যে ,
লাভ—ক্ষতি ভেবে কি আর ভালবাসা যায় রে ?? প্রথম জীবনের ভালবাসাটা ভুলি কি করে ??
জীবনের শেষ দিনগুলো তে কাপাকাপা হাতে ইউটিউবে সার্চ বক্সে লিখবো…”messi the greatest of All Time ”







দেখতে থাকবো যে দুহাত উচিয়ে ছুটতে থাকা সেই সেলিব্রেশনগুলো !!
জানি এই পোস্টটি কোনোদিন তোমার কাছে পৌছাবে নাহ !!
তুমি ট্রফি জিতোনি , জিতেছো কোটি মানুষের এই হৃদয় !







যত শত —সহস্র ট্রফি দিয়ে কেনা যায় না !
ভালাবাসা ছিল , আছে , থাকবে চিরকাল তোমার জন্য !