২০২২ বিশ্বকাপে গ্রুপপর্বে নিজেদের ডু অর ডাই ম্যাচে উরুগুয়ের বিপক্ষে স্পট কিকে গোল করতে পারেননি ঘানার ফুটবলার আন্দ্রে আইউ। সেসময় গ্যালারিতে বসে খেলা দেখছিল তার ৭ বছর বয়সী মেয়ে। বাবাকে পেনাল্টি মিস করতে







দেখে সেখানেই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে সে। ডেইলি মেইল, দ্য সান, স্টারের প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। নকআউটে যেতে হলে ওই ম্যাচে দুই দলকেই জিততে হতো। প্রথমে সুযোগ পায় ঘানা। সহজ পেনাল্টি পেয়ে যায় তারা।







কিন্তু লক্ষ্যভেদ করতে পারেননি আইউ। বাঁ-দিকে ঝাঁপিয়ে তার শট ঠেকিয়ে দেন উরুগুয়ের গোলরক্ষক সার্জিও রশেত। এতে বিপর্যস্ত হয়ে পড়ে সেই মেয়ে। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খেলা শেষে সেখানে ছুটে যান আইউ।







তিনি হাসপাতালে যাওয়ার পর স্বাভাবিক হয় মেয়ে। এখন সে সুস্থ আছে। ইতোমধ্যে হাসপাতালে মেয়েকে কোলে নিয়ে আইউর দাঁড়িয়ে থাকার ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেয়েছে। ক্যাপশনে লেখা রয়েছে, উরুগুয়ের বিপক্ষে পেনাল্টি মিস







করার পরে আইউ’র মেয়ে বিপর্যস্ত হয়ে পড়ে। ফলে খেলা শেষে সরাসরি হাসপাতালে ছুটে যান তিনি। প্রথমে সবাই ভয় পেয়ে গিয়েছিলেন। কিন্তু এখন তার মেয়ে ভালো আছে। আইউ’র পেনাল্টি নষ্টের খেসারত দিতে হয় ঘানাকে। প্রথমার্ধেই ২







গোলে এগিয়ে যায় উরুগুয়ে। শেষ পর্যন্ত ২-০ ব্যবধানে খেলায় হারে ঘানা। তবে জিতেও পরের রাউন্ডে যেতে পারেননি লুইস সুয়ারেজরা। গোল পার্থক্যে পিছিয়ে বিশ্বকাপ থেকে থেকে বিদায় নেন তারা।