পড়লেন অধিনায়ক তামিম ঘরের মাঠে ভারতের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে খেলতে পারবেন না টাইগার অধিনায়ক তামিম ইকবাল খান। এমন খবর ১ ডিসেম্বর সারাদিন সংবাদমাধ্যমে ভেসে বেড়াচ্ছিল। তবে ধারণা করা হচ্ছিল,







হয়ত এক ম্যাচ মিস করতে পারেন এই বাঁহাতি ওপেনার। তবে বিসিবি এক প্রেস রিলিজে নিশ্চিত করেছে ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে পুরোপুরিভাবেই ছিটকে গেছেন অধিনায়ক তামিম। এছাড়াও পেসার তাসকিন







আহমেদকে সিরিজে পাওয়া নিয়ে একটি শঙ্কা কাজ করছিল। তবে প্রেস রিলিজে নিশ্চিত করেছে এই টাইগার পেসার কেবল এক ম্যাচই মিস করবেন। অবশ্য এই পেসারের বদলে বাঁহাতি শরীফুল ইসলামকে দলের সঙ্গে যুক্ত করেছেন জাতীয় দলের







নির্বাচকরা। জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান বিসিবির প্রকাশিত একটি প্রেস রিলিজে বলেন, ‘তামিমের কুঁচকিতে গ্রেড ওয়ানের স্ট্রেইন ধরা পড়েছে। এমআরআই রিপোর্টে এমনটাই ধরা পড়েছে। আমরা তার জন্য দুই সপ্তাহের







বিশ্রাম এবং চিকিৎসা নির্ধারিত করেছি। এরপর সে তার রিহ্যাব শুরু করবো। দুর্ভাগ্যজনকভাবে সে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে পারছে না। এমনকি টেস্ট সিরিজেও সে নাও খেলতে পারে।’ ভারতের বিপক্ষে বাংলাদেশের তিন
ম্যাচের ওয়ানডে সিরিজের ম্যাচগুলো যথাক্রমে ৪, ৭ ও ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এরপর ১৪ ডিসেম্বর শুরু হবে দুই দলের মধ্যকার প্রথম টেস্ট। দ্বিতীয় এবং শেষ টেস্ট শুরু হবে ২২ ডিসেম্বর।