দেড় যুগ ধরে বিশ্ব ফুটবলে দাবিয়ে বেড়ানো ক্রিস্টিয়ানো রোনালদোবিহীন পর্তুগাল কেউ যেন কখনো কল্পনাই করেনি। অথচ রোনালদোকে সাইড বেঞ্চে বসিয়ে সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামে পর্তুগাল। বিশ্বকাপের শেষ ষোলোর সে ম্যাচে







রোনালদোকে শুরুর একাদশে না দেখে হতভাগ যেন গোটা ফুটবল বিশ্ব। এ নিয়ে গুঞ্জন চলছে, ওই ম্যাচের পর থেকেই। বেশ কিছু গণমাধ্যম প্রতিবেদন প্রকাশ করেছে কোচ ফার্নান্দো সান্তোসের সঙ্গে ঝামেলা করেই একাদশ থেকে বাদ পড়েন







সিআর সেভেন। আবার অনেক গণমাধ্যমের দাবি, শুরুর একাদশে জায়গা পাচ্ছেন না জেনে সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগেই দেশে ফিরতে চেয়েছেন রোনালদো। তবে এসব গুঞ্জন উড়িয়ে দিয়েছে পর্তুগাল ফুটবল ফেডারেশন







(এফপিএফ)। সে সঙ্গে গণমাধ্যমে প্রকাশিত এসব সংবাদ অস্বীকার করেছে বলে একটি প্রতিবেদন প্রকাশ করেছে স্কাই স্পোর্টস। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) স্কাই স্পোর্টস পর্তুগাল ফুটবল ফেডারেশনের বিবৃতিতে দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ







করেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, রোনালদোর দল ত্যাগের বিষটি প্রত্যাখ্যান করেছে এফপিএফ। দেশটির ফুটবল ফেডারেশন বিবৃতিতে বলেছে, ‘বৃহস্পতিবার প্রকাশিত সংবাদে বলা হয়েছে যে ক্রিস্টিয়ানো রোনালদো জাতীয় কোচ
ফার্নান্দো সান্তোসের সঙ্গে কথোপকথনের সময় জাতীয় দল ছাড়ার হুমকি দিয়েছেন। এফপিএফ স্পষ্ট করে যে, জাতীয় দলের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো কাতারে বিশ্বকাপের মাঝখানে জাতীয় দল ছাড়ার হুমকি দেননি।’ এফপিএফ
তাদের বিবৃতিতে আরও উল্লেখ করে, ‘ক্রিস্টিয়ানো রোনালদো জাতীয় দল এবং দেশের সেবায় প্রতিদিন একটি অনন্য ট্র্যাক রেকর্ড তৈরি করে, যা অবশ্যই সম্মান করা উচিত এবং যা জাতীয় দলের প্রতি স্তরের প্রতিশ্রুতিকে প্রমাণ করে।’